এক্সপ্লোর
Neeraj Chopra: কোটি কোটি টাকার সম্পত্তি, স্ত্রী হিমানিকে নীরজ কোন বাড়িতে থাকবেন জানেন?
Neeraj Chopra - Himani Mor Wedding Photos: নীরজ তাঁর স্ত্রী-কে নিয়ে পানিপথের একটি বিলাসবহুল বাংলোতেই থাকবেন। সেই বাংলাটির আনুমানিক ৩০ কোটি টাকা মূল্যের। ঝাঁ চকচকে বাংলোটির অন্দরমহলটিও সাজানো।

নীরজ চোপড়া ও হিমানি
1/10

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী নীরজ চোপড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। টেনিস প্লেয়ার হিমানি মোরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন নীরজ।
2/10

একজন টেনিস খেলোয়াড়। সোনিপতের বাসিন্দা। সোনিপতের লিটিল অ্যাঞ্জেলস স্কুল থেকে পড়াশোনা করেছেন।
3/10

নীরজ তাঁর স্ত্রী-কে নিয়ে পানিপথের একটি বিলাসবহুল বাংলোতেই থাকবেন। সেই বাংলাটির আনুমানিক ৩০ কোটি টাকা মূল্যের। ঝাঁ চকচকে বাংলোটির অন্দরমহলটিও সাজানো দারুণভাবে।
4/10

পানিপথের খান্দ্রায় বিলাসবহুল বাংলােটি রয়েছে। নীরজ-হিমানির বাংলাের নাম বসুধৈবা কুটুম্বকম।
5/10

নীরজের বাবা সতীশ চোপড়া ও মা সরোজ দেবী এই মুহূর্তে এই বাংলোতেই থাকেন। বাবা-মা-স্ত্রী-কে নিয়েই বাংলােয় থাকবেন টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ী নীরজ।
6/10

নীরজের সংগ্রহে বেশ কয়েকটি দেশী ও বিদেশি বাইক রয়েছে। বাইক চালাতে ভালবাসেন নীরজ। এছাড়াও ২ কোটি টাকার রেঞ্জ রোভার রয়েছে তাঁর সংগ্রহে। ৯৩ লক্ষ টাকার ফোর্ডের গাড়িও রয়েছে।
7/10

নীরজের বাংলােতে ব্যালকনি, স্যুইমিং পুলও রয়েছে। এছাড়াও লিভিংরুমটিও বেশ বড়। সেখানে স্ত্রী হিমানিকে নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন ভারতের 'সোনার ছেলে'।
8/10

নীরজ একটা সময় জমিতে ট্র্যাকটরও চালাতেন। সেই ট্র্যাকটরটি এখনও রয়েছে সেখানে।
9/10

ফ্ল্যাট স্ক্রিন টিভি রয়েছে নীরজের বাংলােয়। হিমানি ও নীরজের বেডরুমেও কাঠের ফ্লোর। রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থাও।
10/10

প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জিতেছিলেন নীরজ চোপড়া। তার আগে টোকিও অলিম্পিক্স সোনা জিতেছিলেন পানিপথের তরুণ।
Published at : 20 Jan 2025 03:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
