খবর পেয়েই অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে উদ্ধারকার্যে নামে বায়ুসেনা। আটকে পড়া অভিযাত্রীদের লেহতে নিয়ে আসা হয়। এখনও সেখানে আটকে রয়েছেন বেশ কয়েকজন।
2/11
বিদেশি অভিযাত্রীদের মধ্যে ২ জন ফরাসি (একজন মহিলা ও এক জন পুরুষ) ছিলেন। এছাড়া, চার পুরুষ ও তিন মহিলা চিনা নাগরিকও ছিলেন।
3/11
প্রসঙ্গত, চাদর ট্রেক হল লাদাখের প্রচলিত শীতকালীন অনুষ্ঠান। পর্যটক ও অভিযাত্রীদের মধ্যে তা অত্যন্ত জনপ্রিয়। বরফে জমে যাওয়া জন্সকার নদীর ওপর দিয়ে ৪-৫ দিন ধরে হয় এই বিশেষ ট্রেক।
4/11
বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, জমে থাকা জন্সকার নদী হঠাৎ গলে যাওয়ায় বিপত্তি শুরু হয়। এর ফলে নদী পার করতে পারছিলেন না অভিযাত্রী দলটি।
5/11
এরমধ্যে ৯ জন ফরাসি ও চিনা নাগরিক রয়েছেন পাদমে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অভিযাত্রী উদ্ধারাভিযান চলছে।
6/11
অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) করে ওই উদ্ধারকার্য চালানো হয়। ওই অভিযাত্রীরা জনপ্রিয় চাদর ট্রেক-এ গিয়েছিলেন। সেখানে নদীর আচমকা প্লাবনে তাঁরা আটকে পড়েন।
7/11
আটকে পড়েন প্রায় ৫০ জন অভিযাত্রী। তখন তাঁরা কোনওমতে নিরাকে হেঁটে যান। সেখান থেকেই বায়ুসেনা তাঁদের উদ্ধার করে।
8/11
দ্রুত উদ্ধারকার্য চালিয়ে লাদাখের জন্সকার উপত্যকার অন্তর্গত নিরাকে গত ২ দিনে ৭১ জন অভিযাত্রীকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা।
9/11
সেনা জানিয়েছে, ৬ জন অসুস্থ পর্যটক ফ্রস্টবাইট ও হাই অলটিচিউড পালমোনারি ওডেমা(হাপো)-তে আক্রান্ত হন। তাঁদের লেহ-র চিকিৎসাকেন্দ্রে আনা হয়।
10/11
সেনার তরফে জানানো হয়, পর্যটক দলটি নিরাকে আটকে পড়েছিলেন। আর্মি এভিয়েশন ইউনিটের হেলিকপ্টার দ্রুত পাঠানো হয় উদ্ধারে। সেখানে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। পাঠানো হয় একটি মেডিক্যাল টিমও। সেখানে আটকে পড়া পর্যটকদের প্রাথমিক চিকিৎসা, ওষুধ, জরুরি খাবার, ও গরম পোশাক দেওয়া হয়। এরপর, তাঁদের হেলিকপ্টারে করে নীচে নিয়ে আসা হয়।
11/11
শুধু বায়ুসেনা নয়। সম্প্রতি, চাদর ট্রেক থেকে পর্যটকদের উদ্ধার করে সেনাও। সেনার তরফে জানানো হয়, গত বুধবার সেনার চিনার কোরের জওয়ানরা ওই উদ্ধারাভিযানে অংশ নেন। পর্যটকরা খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়েছিলেন।