যাইহোক, অক্ষয় যে কোনও বিষয়ই ধৈর্য্য ও ঠাণ্ডা মাথায় সামলান। এক্ষেত্রেও তাঁর অন্যথা ঘটল না।
2/5
অক্ষয় বলেছেন, ওই মন্তব্য সম্পর্কে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চান না। কারুর কোনও প্রশ্ন থাকলে প্রযোজকদের করা উচিত। একইসঙ্গে তিনি বলেছেন, ‘ওয়েলকাম’ সিনেমায় তিনি ছিলেন। কিন্তু ‘ওয়েলকাম ব্যাক’-এ ছিলেন না। এতে তাঁর খারাপ কিছু মনে হয়নি।
3/5
আর্শাদের এই মন্তব্যে অক্ষয়ের প্রতিক্রিয়া জানতে সবাই আগ্রহী ছিলেন। দুই অভিনেতার বাকযুদ্ধের সম্ভাবনার কথাও অনেকের মনেই উঁকি দেয়। কিন্তু অক্ষয় ঠাণ্ডা মাথায় কটাক্ষের জবাব দিলেন।
4/5
‘জলি এলএলবি-২’-তে বাদ পড়া নিয়ে সম্প্রতি আর্শাদ তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন, তিনি জলি এলএলবি-২-তে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু প্রোডিউসারদের কোনও ‘বড় তারকা’র প্রয়োজন ছিল। তাই তাঁরা অক্ষয়কে নিয়েছেন। আর্শাদ আরও বলেন, বড় তারকা থাকলে ছবির মার্কেটিংয়ে সমস্যা হয় না। আর তিনি যদি অভিনয় করতেন তাহলে প্রোডিউসারদের ভালো সিনেমা বানাতে হত।
5/5
‘জলি এলএলবি-২’ ছবির জন্য বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন আর্শাদ ওয়ার্সি। যদিও এই সিনেমায় নেই আর্শাদ। আর এই ঘটনা ঘিরেই চর্চা জোরদার হয়েছে। অনুরাগীদের প্রশ্ন, ‘জলি এলএলবি’- তে তো আর্শাদ দরুন অভিনয় করেছিলেন। তাহলে এর এর সিকোয়েলে কেন নেওয়া হল না তাঁকে? আর্শাদের জায়গায় ‘জলি এলএলবি-২’-তে নেওয়া হয়েছে অক্ষয় কুমারকে। আর এ জন্য অক্ষয়ের অনুরাগীরা তো দারুন খুশি। তাঁরা সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন।