সমস্ত ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
3/7
সেখানে দসাশ্বমেধা ঘাটে ২০ ফুট লম্বা ছবির পোস্টার প্রকাশ করা হবে।
4/7
জানা গিয়েছে বারাণসীতে এখন ‘মণিকর্ণিকা’র পুরো দলের সঙ্গে উপস্থিত রয়েছেন কঙ্গনা।
5/7
তবে দীপিকা এবং তাঁর মা এমনি ঘুরতে গিয়ে গঙ্গা আরতি করে আসেন। কিন্তু কঙ্গনার সঙ্গে ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সেখানেই তাঁকে সর্বসমক্ষে গঙ্গায় পাঁচ ডুব দিতে দেখা যায়। তারপর করেন গঙ্গা আরতিও।
6/7
সামনেই মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনার ‘মণিকর্ণিকা’ ছবিটি। ঝাঁসির রানি লক্ষ্ণীবাঈয়ের চরিত্রে এখানে অভিনয় করেছেন কঙ্গনা
7/7
দিন কয়েক আগে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পবিত্র গঙ্গায় আরতি করে আসেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার তাঁকে অনুসরণ করেই বারাণসীতে গিয়ে পুজো পাঠ করলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত।