বলিউড ডিভা এবং নতুন মমি করিনা কপূর খানকে সম্প্রতি দেখা গেল তাঁরই ডায়েটিশিয়ান রুজুতা দ্বিবেকারের বই (প্রেগন্যান্সি নোটস:বিফোর, ডিউরিং অ্যান্ড আফ্টার-এর) প্রকাশ অনুষ্ঠানে
4/9
সমস্ত ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
5/9
সমস্ত ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
6/9
এই পোশাকে কোথাও কিছুই যেন করিনাসুলভ হয়নি। ফুল হাতা টপে ছিল বোরিং কিছু প্রিন্ট, সঙ্গে রঙ বেরঙের বেল্ট, করিনার লুকটা আরও ফিকে করেছে।
7/9
সবসময় নিজের স্টাইল সেন্সের জন্যে প্রশংসা কুড়নো করিনা, হঠাত্ই যেন এই অনুষ্ঠানে একটু হলেও ছন্নছাড়া।
8/9
কিন্তু এই বই প্রকাশ অনুষ্ঠানে বেবো যেন একটু ছন্নছাড়া। মিসৌনি থেকে শিভরণ প্রিন্টের একটি টপ পরেছেন, সঙ্গে একটি প্যাটার্ন্ড স্কার্ট। চুলটা বেঁধেছিলেন তুলে, সঙ্গে ভ্যালিয়ান থেকে লম্বা ট্যাসেলের কানের দুল পরেছিলেন। এছাড়া ছিল কালো রঙের স্যান্ডেল।
9/9
অন্তঃসত্ত্বা থাকাকালে, মা হওয়ার পর এবং তাঁর কেরিয়ারের বিভিন্ন সময় করিনার পোশাক কড়া সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।