তবে শাহরুখ খানের জিরো ও আমির খানের ঠগস অফ হিন্দোস্তানের শ্যুটিংয়ে ব্যস্ত ক্যাট সলমনকে দেখতে যোধপুর যেতে পারেননি।
2/9
তাঁদের ধন্যবাদ জানাতে বারান্দায় এসে দাঁড়ান সলমন। সঙ্গে ছিল ছোট্ট ভাগ্নে আহিল, বাবা, মা ও দেহরক্ষী শেরা। (সব ছবি: মানব মঙ্গলানি)
3/9
ভাইজানের জামিনের খবর মিলতেই গ্যালাক্সির সামনে ভিড় করেন তাঁর অসংখ্য ভক্ত।
4/9
যোধপুর থেকে ফিরেই সলমন সকলের আগে যান বাবা সেলিম খান ও মা সালমার সঙ্গে দেখা করতে।
5/9
আসেন মালাইকার বোন অমৃতা অরোরা।
6/9
7/9
সলমনের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাও তাঁকে দেখতে আসেন।
8/9
সলমনের সঙ্গে দেখা করতে আসেন তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। আদালতের রায় আসার আগে সলমনের বোন অর্পিতার সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।
9/9
কৃষ্ণসার মামলায় জামিন পেয়ে গতকালই যোধপুর থেকে মুম্বই ফিরেছেন সলমন। হাঁফ ছেড়ে বাঁচা বলিউড কাল রাতে ভিড় জমিয়েছিল তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।