অপহরণের মামলায় জেলবন্দি শ্যাম নারায়ণ সিংহ ভোটে লড়েছিলেন সৈয়দরাজা আসন থেকে বিএসপির টিকিটে। কিন্তু বিজেপির বাহুবলী নেতা সুশীল কুমারের কাছে হেরে গিয়েছেন তিনি।
2/7
ভোটে জিতেছেন স্ত্রীর হত্যার অপরাধে জেল খাটা বাহুবলী আমনমণি ত্রিপাঠীও। তিনি জিতেছেন মহারাজগঞ্জের তৌনতম্বা আসন থেকে। তাঁর বাবা অমরমণি ত্রিপাঠী আর মা মধুমণি ত্রিপাঠী কবি মধুমিতা শুক্ল হত্যা মামলায় জেট খাটছেন।
3/7
বিএসপির বাহুবলী নেতা হরিশঙ্কর তেওয়ারির বড় ছেলে বিনয় শঙ্করও জয় পেয়েছেন। জিতেছেন চিল্লুপার আসন থেকে।
4/7
সৈয়দরাজা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়া বাহুবলী সুশীল সিংহও জিতেছেন। তিনি এই মুহূর্তে জেলে থাকা কুখ্যাত মাফিয়া ব্রজেশের ভাইপো। ব্রজেশের দাবি, সেই পূর্বাচলের প্রথম ডন।
5/7
মউ সদর বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন বিএসপির বাহুবলী নেতা মুখতার আনসারি। তিনিও জিতেছেন, হারিয়েছেন বিজেপির প্রার্থীকে।
6/7
সবার আগে বলা যাক প্রতাপগড় জেলার কুন্ডা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজা ভাইয়ার কথা। কুখ্যাত এই বাহুবলী নেতা রেকর্ড ভোট পেয়ে জিতেছেন তাঁর কেন্দ্রে। তিনি হারিয়েছেন বিজেপির জানকী সরনকে।
7/7
উত্তরপ্রদেশ ভোটের ফল সদ্য বেরিয়েছে গতকাল। বাহুবলী রাজনীতিকদের জন্য কুখ্যাত এই রাজ্যে এবারেও কি কামাল করেছেন গ্যাংস্টাররা? চলুন দেখে নিই।