এক্সপ্লোর
শিশুদের ‘মগজধোলাই’, হাতে ‘বন্দুক’ দিয়ে কাশ্মীরে হিংসার প্রচার জঙ্গিদের
1/6

সম্প্রতি কাশ্মীরে জঙ্গি দমন অভিযানের দায়িত্বে থাকা সেনার এক পদস্থ আধিকারিক বলেছেন, সমগ্র কাশ্মীরই যে সন্ত্রাসের আগুনে জ্বলছে, এমনটা কিন্তু মোটেই নয়। কাশ্মীরের সমস্ত নাগরিকই জঙ্গি, এই ধারনাও একেবারেই ঠিক নয়। বেশিরভাগই সাধারণ মানুষ। গোয়েন্দা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, কাশ্মীরে মাত্র ২৫০-৩০০ জঙ্গি রয়েছে। এরসঙ্গে জঙ্গিদের হয়ে প্রকাশ্যে কাজ করা লোকজনদের ধরলেও সংখ্যাটা সেরকম কিছুই না। এদের মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি। আবার সমগ্র কাশ্মীর নয়, একমাত্র দক্ষিণ কাশ্মীরের কয়েকটি জায়গা রয়েছে, যেখানে জঙ্গিরা সক্রিয়। বাকি এলাকায় জঙ্গি কার্যকলাপ ততটা বিপজ্জনক নয়। দক্ষিণ কাশ্মীরের ত্রাল, অনন্তনাগ, কুলগাম ও সোপিয়ানের মতো এলাকায় জঙ্গি উপদ্রব একটা সমস্যা। উপত্যকার বেশিরভাগ স্কুল-কলেজ খোলা। সেখানে স্বাভাবিকভাবেই পড়াশোনার কাজ হচ্ছে। এছাড়াও সেনার আর্মি গুডউইল স্কুলগুলিতেও প্রচুর সংখ্যায় স্থানীয় পড়ুয়ারা পড়শোনা করে।
2/6

কয়েকটি ছবিতে শিশুদের হাতে কাঠ দিয়ে তৈরি একে-৪৭ বন্ধুক রয়েছে। এই কাঠের খেলনা বন্দুকে জঙ্গি বুরহান ওয়ানির সমর্থনে স্লোগান লেখা রয়েছে। এই ছবিগুলিতে কয়েকটি বালিকাকেও যোদ্ধার মতো দেখানো হয়েছে।
Published at : 19 May 2017 01:57 PM (IST)
View More






















