এক সময়ে পৃথিবীর অন্যতম বৃহৎ হ্রদ ছিল অরল সাগর। রাশিয়ার কাজাখস্তান আর উজবেকিস্তানের মাঝখানে এর অবস্থান। এর বিশালতা এতটাই বেশি ছিল যে, একে হ্রদ না বলে সমুদ্র বলা হত। কিন্তু বর্তমানে ক্রমশ শুকিয়ে যাচ্ছে জল। যেদিকে চোখ যায় শুধু ধূধূ বালুরাশি। মাঝে মাঝে ইতস্তত বিক্ষিপ্ত গুল্মের ঝোপঝাড়। কখনও বা চোখে পড়বে মরুর বুকে পরিত্যক্ত মরচে ধরা জাহাজ বা ট্রলার। নাসার শেয়ার করা একটি ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্যগুলি।