এদিকে, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে উদ্বোধন হল নৌসেনার নতুন ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি ভেহিকল (এলসিইউ) ‘এল-৫৮’ যুদ্ধজাহাজের। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দক্ষতা বিকাশ এবং উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি।