১৪ ও ১৫ নভেম্বর ইতালিতে বিয়ে করেছেন দীপিকা-রণবীর। তার আগে ৬ বছর প্রেম করেছেন তাঁরা।
4/9
দুই বেয়াই- প্রকাশ পাড়ুকোন ও জগজিৎ সিংহ।
5/9
রণবীরের মা অঞ্জু ভাবনানি।
6/9
বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে বোন আনিশা পাড়ুকোন।
7/9
দীপিকার মা উজ্ব্:লা পাড়ুকোন ও তাঁর ননদ, রণবীরের দিদি ঋতিকা ভাবনানি।
8/9
পুজো দিয়ে বাইরে এসেছেন দীপিকা ও রণবীর।
9/9
বিয়ের পর গতকাল মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা যায় রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনকে। বিবাহিত জীবন আনন্দে ভরিয়ে রাখার জন্য ঈশ্বরের আশীর্বাদ চান তাঁরা। সঙ্গে ছিল দুই তারকার গোটা পরিবার।