রাহুল গাঁধী ও রাইহান ভদ্রের আসার খবর পেয়ে আগে থেকেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ।
2/6
পুজোর পর মন্দিরের তরফ থেকে রাহুল গাঁধীকে সিল্কের শাল, প্রসাদ ও স্মারক দেওয়া হয়। মন্দিরে প্রায় ২০ মিনিট ছিলেন তাঁরা।
3/6
তিরুপতিতে পৌঁছে প্রথমে তিরুমালা তিরুপতি দেবাশ্রমে কিছুক্ষণ বিশ্রাম নেন রাহুল গাঁধী ও রাইহান ভদ্র। এরপর তাঁরা মন্দিরে পুজো দিতে যান।
4/6
১০ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে প্রাচীন ওই মন্দিরে পৌঁছোন রাহুল গাঁধী ও রাইহান ভদ্র। ভেঙ্কটেশ্বর বালাজি মন্দিরে পৌঁছোতে প্রায় ২ ঘন্টা সময় লাগে তাঁদের।
5/6
মন্দিরের প্রধান দরজায় পৌঁছে মন্দিরের কর্মকর্তাদের থেকে সাদর আমন্ত্রণ পান রাহুল গাঁধী। রাইহান ভদ্রের উপস্থিতি সকলের নজর কাড়ে।