মায়ের ইচ্ছে, তাকে অভিনয়ের তালিম দেওয়ার। সম্ভব হলে নান্দীকারে।
2/6
প্রিয় খাবার বিরিয়ানি, চাউমিন, চিলি চিকন।
3/6
ক্লাসে ৮০ শতাংশ নম্বর পায় অর্ঘ্য। সাঁতার শিখত আগে। তবে ছবির প্রচারে এ বছর শেখেনি। গরমের ছুটি তার কাটছে ছবি এঁকে, আইপিএল দেখে। প্রিয় দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে ক্রিকেটও খেলে সে।
4/6
সকাল, বিকেল- যে কোনও সময় শ্যুটিংয়ের জন্য সে তৈরি। আগে গান জানত না। এখন গান গাওয়া, তানপুরা বাজানো- সব শিখেছে।
5/6
দেড়মাসের ওয়ার্কশপ চলে, তারপর শ্যুটিং।
6/6
পাঠভবনের তৃতীয় শ্রেণির ছাত্র অর্ঘ্য বসু রায়ই আমাদের পোস্ত। ২০০০ বাচ্চার অডিশনের পর বেছে নেওয়া হয় তাকে।