‘দঙ্গল’ ছবিতে আমির কুস্তিগীর মহাবীর সিংহ ফোগট-এর চরিত্রে অভিনয় করেছেন
3/6
তারপরই ভাইজান বলেন, তিনি ব্যক্তিগত ভাবে সলমনকে ভালবাসলেও, আমিরকে কাজের দিক দিয়ে মারাত্মক হিংসা করেন।
4/6
‘দঙ্গল’-এর প্রশংসা করে সলমন তাঁর টুইটার পেজে লিখেছেন, তাঁর পরিবারের লোকেরা সবাই ‘দঙ্গল’ ছবিটি দেখেছেন। ছবি দেখে তাঁদের মত, ‘সুলতান’-এর চেয়ে কয়েক গুন ভাল ছবি।
5/6
আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিটিও এবছরই মুক্তি পেয়েছিল। ছবিতে হরিয়ানার এক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। ছবিতে দেখানো হয়েছে এক কুস্তিগীরের সফল কেরিয়ার কীভাবে তাঁর ব্যক্তিগত জীবনকে ঘেঁটে দিয়েছিল।
6/6
আমির খান অভিনীত ‘দঙ্গল’-এর উচ্ছ্বসিত প্রশংসায় সলমন খান। ভাইজানের নিজ মুখে স্বীকারোক্তি ‘সুলতান’-এর চেয়ে বহুগুনে ভাল ছবি ‘দঙ্গল’।আজই পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি