নিগ্রহের শিকার মহিলা পুলিশ কর্মীও তাঁর উর্দ্ধতন অফিসারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।
2/7
অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
3/7
এসি-র আরও দাবি, তাঁর সামনে যে কোনও মহিলা দাঁড়িয়ে রয়েছেন, তা তিনি নাকি খেয়ালই করেননি। সংবাদমাধ্যম তাঁকে হেনস্থা করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি। এরইমধ্যে জানা গেছে, কোয়েম্বাত্তুরের পুলিশ কমিশনার এ অমলরাজের গোচরে ভিডিওতে এসেছে। ঘটনার তদন্ত চলছে।
4/7
অনিতার আত্মহত্যার ঘটনা ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ চলার সময় ওই ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারী পড়ুয়াদের একটি বাসে তোলার চেষ্টা করছিল। টিএনএমের পক্ষ থেকে যখন অভিযুক্তর সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি ঘটনার কথা অস্বীকার করেন। তিনি সাফাই দেন, ওই সময় বিক্ষোভ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তাঁর।এসি-র দাবি, দায়িত্ব পালন ছাড়া তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল না।
5/7
ভিডিওতে যাকে শ্লীলতাহানি করতে দেখা যাচ্ছে, তিনি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি)। শহরের কেন্দ্রস্থলে গাঁধীপুরম সিগন্যালের কাছে গত সোমবারের এই ঘটনা ভিডিওতে ধরা পড়েছে।ফুটেজ থেকে স্পষ্ট যে, খাকি পোশাক পরিহিত মহিলাও নিরাপদ নন।
6/7
ভিড় সরানোর চেষ্টার ফাঁকেই ওই মহিলা কর্মীর শ্লীলতাহানি করতে দেখা যাচ্ছে ওই সিনিয়র পুলিশ আধিকারিককে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোয়েম্বাত্তোরের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ওই মহিলা আপ্রাণ চেষ্টা করছেন ওই পুরুষ সহকর্মীর হাত সরিয়ে দিতে। কিন্তু অপকর্ম থেকে বিরত হওয়ার কোনও ইচ্ছেই ছিল না ওই পুলিশ অফিসারের।
7/7
ভিড়ের মধ্যে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগ। এক্ষেত্রে রক্ষকই হয়ে উঠল ভক্ষক। এক সিনিয়র পুলিশ অফিসার ভিড়ের সুযোগে ওই মহিলা কর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এই লজ্জাজনক ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা পুলিশ কর্মীর ভিড়ের মধ্যে আটকে পড়েছেন। সেই সুযোগে এক পুরুষ পুলিশ কর্মীকে তাঁর শরীরে অশালীনভাবে স্পর্শ করতে দেখা যাচ্ছে। (All images: Screen grab/YouTube-The News Minute)