পাকিস্তান ও বাংলাদেশের প্রাক্তন কোচ রিচার্ড পাইবাসেরও ইন্টারভিউ নেবেন সৌরভরা। পাইবাসের কোচিংয়ে ১৯৯৯ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। তবে পাইবাসের ভারতের কোচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ
2/10
অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার টম মুডি এর আগেও ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। সেবার তাঁকে টপকে কোচ হয়ে যান গ্রেগ চ্যাপেল। এবারও মুডির সম্ভাবনা কম
3/10
ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগও কোচ হওয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী। বিসিসিআই সূত্রে খবর, ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেই কোচ হওয়ার জন্য আবেদন করেছেন সহবাগ। ফলে তাঁকে পিছিয়ে রাখা যাচ্ছে না
4/10
ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এখন সবার আগে রবি শাস্ত্রী। ভারতের পরবর্তী টিম ডিরেক্টরের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির সখ্যতার কারণই তাঁকে এগিয়ে রাখছে ক্রিকেট মহল। তবে সৌরভের ভূমিকা কী হবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। এর আগেরবার সৌরভের আপত্তিতেই কোচ হতে পারেননি শাস্ত্রী। এবার কী হয় সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল
5/10
ইন্টারভিউয়ের জন্য ৬ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগ, টম মুডি, ফিল সিমন্স, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুত। তাঁদের মধ্যেই কোনও একজন ভারতের পরবর্তী কোচ হচ্ছেন
6/10
শাস্ত্রী যদি ভারতের কোচ হন, তাহলে বোলিং কোচ হিসেবে ভরত অরুণেরও প্রত্যাবর্তন ঘটবে বলেই বিসিসিআই সূত্রে খবর। শেষপর্যন্ত কী হচ্ছে, সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে
7/10
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনারের নামও ভেসে উঠেছিল। তবে তাঁর ইন্টারভিউ নেওয়া হচ্ছে না
8/10
আগামীকাল মুম্বইয়ে ভারতীয় দলের পরবর্তী কোচ বাছাই করবে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের কমিটি কোচের পদে আবেদনকারীদের ইন্টারভিউ নেবেন
9/10
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের মতো দলগুলির কোচ হিসেবে কাজ করেছেন। আয়ারল্যান্ডের কোচ হিসেবে তিনি সাফল্য পেয়েছেন। তবে তিনি ভারতের কোচ হওয়ার দৌড়ে পিছিয়ে
10/10
লালচাঁদ রাজপুত ২০০৭ সালে স্বল্প সময়ের জন্য ভারতের কোচ হন। তাঁর কোচিংয়েই ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত