পানাম পেপার্স-এ দুর্নীতিতে নাম জড়িয়েছিল নওয়াজ শরিফের। সে কথা উল্লেখ করেও তাঁকে আক্রমণ করেছেন ইমরান
2/13
২০১৩ সালের সাধারণ নির্বাচনে রিগিংয়ের অভিযোগ অনে ২০১৪ সালে ইসলামাবাদে চার মাস অবস্থান বিক্ষোভ করেছিলেন ইমরান। এবার ফের আন্দোলন শুরু করার কথা বলেছেন তিনি
3/13
এই জনসভা থেকেই নওয়াজকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইমরান
4/13
তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরানের দাবি, নওয়াজ প্রথমেই যে কোনও প্রতিষ্ঠান ধ্বংস করে দেন। পাকিস্তানের দুর্ভাগ্য যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রী করা হোক। পাঁচ বছরের মধ্যে তিনি ব্রিটেনকে ধ্বংস করে দেবেন
5/13
নওয়াজ ও তাঁর পরিবারের লোকেদের বিদেশে রাখা সম্পদের বিষয়ে তদন্ত শুরু না হলে মহরমের পর সরকারকে কাজ করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইমরান
6/13
শরিফকে তোপ দেগে ইমরান বলেছেন, পাক প্রধানমন্ত্রী শুধু অর্থ চান। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে তিনি অনিচ্ছাভরে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। মোদী বলেন, সেনাপ্রধান রাহিল শরিফের চাপেই অনিচ্ছাসত্ত্বেও সেই বক্তব্য পেশ করেন নওয়াজ
7/13
ইমরানের দাবি, পাকিস্তানের সব নাগরিক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মতো ভীরু নন
8/13
ইমরান বলেছেন, কাশ্মীরের মানুষের স্বাধীনতার লড়াইকে তাঁরা নৈতিক ও রাজনৈতিক সমর্থন করে যাবেন। হিন্দু বা খ্রিস্টানদেরও যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তাঁদের পাশেও দাঁড়াবেন
9/13
মোদীকে ইমরানের হুঁশিয়ারি, যুদ্ধ হলে ‘উজ্জ্বল ভারত’-এর স্বপ্ন সফল হবে না
10/13
মোদীকে জল বন্ধ করা এবং সার্জিক্যাল স্ট্রাইকের কথা না বলার বার্তা দিয়েছেন ইমরান। তাঁর বক্তব্য, যে কোনও আগ্রাসন রুখতে পাকিস্তান ঐক্যবদ্ধ। তাঁরা সেনার পাশে আছেন
11/13
মোদীকে ইমরানের বার্তা, দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ কোনও সমাধান হতে পারে না। আমরা শান্তি চাই। আপনি যদি চান, আমরা বন্ধুত্ব করতে রাজি
12/13
একটি জনসভায় ইমরান বলেছেন, ভারতে গিয়ে মোদীর সঙ্গে দেখা করে আমি বলেছিলাম, অল্প কয়েকজন লোক ভারত-পাকিস্তানের শান্তি প্রক্রিয়া ভেস্তে দিতে চায়। কিন্তু উরির ঘটনার তদন্ত না করেই পাকিস্তানকে দোষ দিল ভারত। মোদীও পাকিস্তানকে হুমকি দিতে শুরু করলেন
13/13
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে শান্তির বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা রাজনৈতিক নেতা ইমরান খান