গতকাল সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের প্রখ্যাত স্টান্ট ডিরেক্টর বীরু দেবগন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গতকালই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যানুষ্ঠানে বীরু দেবগনের মুখাগ্নি করেন তাঁর ছেলে বলিউড অভিনেতা অজয় দেবগন।
2/6
উল্লেখ্য, অজয় দেবগনের পরিবার মুম্বইতে একইসঙ্গে থাকেন। অজয়ের স্ত্রী কাজল বীরু দেবগনের দেখভালও করতেন। বেশ কিছুদিন ধরেই রূপোলি পর্দা থেকে দূরে রয়েছেন কাজল। বীরু দেবগনের অন্তিমযাত্রার আগে কাজল নিজের সামলাতে পারলেন না। ডুকরে কেঁদে ওঠেন তিনি। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি কাজলকে সান্ত্বনা দেন।
3/6
অসুস্থতা বেড়ে যাওয়ায় বীরু দেবগনকে মুম্বইয়ের সূর্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আর সুস্থ হলেন না তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
4/6
বীরু দেবগন আশিটিরও বেশি সিনেমায় স্টান্ট ডিরেক্টর ছিলেন। অনীতা সিনেমায় স্টান্টম্যান হিসেবে বলিউডে অভিষেক হয় তাঁর। তিনটি সিনেমায় অভিনেতা হিসেবেও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
5/6
ঐশ্বর্যর সঙ্গে তাঁর স্বামী অভিষেক বচ্চনও অজয় দেবগনের বাড়িতে আসেন এবং কাজলকে সমবেদনা জানান।