এক্সপ্লোর
‘কার্যকরী দাম’ ৯৯৯ টাকায় ৪ জি স্মার্টফোন নিয়ে এল ভোডাফোন-মাইক্রোম্যাক্স
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/24201400/vod-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/5
![শর্ত অনুসারে প্রথমে ২,৮৯৯ টাকা দিয়ে মাইক্রোম্যাক্স ভারত ২ আল্ট্রা স্মার্টফোন কিনলে ভোডাফোন গ্রাহকদের ৩৬ মাস অর্থাত তিন বছর পর ক্যাশব্যাক অফার দেওয়া হবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/24201404/vod-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শর্ত অনুসারে প্রথমে ২,৮৯৯ টাকা দিয়ে মাইক্রোম্যাক্স ভারত ২ আল্ট্রা স্মার্টফোন কিনলে ভোডাফোন গ্রাহকদের ৩৬ মাস অর্থাত তিন বছর পর ক্যাশব্যাক অফার দেওয়া হবে।
2/5
![রিলায়েন্স জিও ফোনকে টক্কর দিতে এয়ারটেলের পর এবার ভোডাফোন মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে নিয়ে নিয়ে এল সস্তা দামের ৪জি ভারত ২ আল্ট্রা স্মার্টফোন। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই ফোন ক্রয়ের সুযোগ পাওয়া যাবে। এর কার্যকরী মূল্য ৯৯৯ টাকা। যদিও ভোডাফোন গ্রাহকদের এই স্মার্টফোন কিনতে প্রথমে ২,৮৯৯ টাকা দিতে হবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/24201400/vod-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রিলায়েন্স জিও ফোনকে টক্কর দিতে এয়ারটেলের পর এবার ভোডাফোন মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে নিয়ে নিয়ে এল সস্তা দামের ৪জি ভারত ২ আল্ট্রা স্মার্টফোন। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই ফোন ক্রয়ের সুযোগ পাওয়া যাবে। এর কার্যকরী মূল্য ৯৯৯ টাকা। যদিও ভোডাফোন গ্রাহকদের এই স্মার্টফোন কিনতে প্রথমে ২,৮৯৯ টাকা দিতে হবে।
3/5
![এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪ ইঞ্চি ডব্লুভিজিএ ডিসপ্লে। এতে রয়েছে ১.৩ গিগাহার্টর্জ প্রোসেসর এবং ৫১২ এমবি র্যাম। ফোনটিতে রয়েছে ৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/19185856/Vodafone-1-580x395-580x394-580x394.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪ ইঞ্চি ডব্লুভিজিএ ডিসপ্লে। এতে রয়েছে ১.৩ গিগাহার্টর্জ প্রোসেসর এবং ৫১২ এমবি র্যাম। ফোনটিতে রয়েছে ৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
4/5
![ভোডাফোন জানিয়েছেন, ক্যাশব্যাক অফার পেতে হলে স্মার্টফোন গ্রাহকদের তিন বছর অর্থাত্ ৩৬ মাস প্রতি মাসে ১৫০ টাকা করে রিজার্জ করতে হবে। ১৮ মাস কাটার পর ৯৯৯ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। ৩৬ মাসের পর আরও ১,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। গ্রাহকরা এই ক্যাশব্যাক পাবেন তাঁদের ভোডাফোন এম-পেসা ওয়ালেটে। যা, ডিজিটাল লেনদেনে ব্যবহার করা যেতে পারে বা নগদও তোলা যেতে পারে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/10074546/vodafone-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভোডাফোন জানিয়েছেন, ক্যাশব্যাক অফার পেতে হলে স্মার্টফোন গ্রাহকদের তিন বছর অর্থাত্ ৩৬ মাস প্রতি মাসে ১৫০ টাকা করে রিজার্জ করতে হবে। ১৮ মাস কাটার পর ৯৯৯ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। ৩৬ মাসের পর আরও ১,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। গ্রাহকরা এই ক্যাশব্যাক পাবেন তাঁদের ভোডাফোন এম-পেসা ওয়ালেটে। যা, ডিজিটাল লেনদেনে ব্যবহার করা যেতে পারে বা নগদও তোলা যেতে পারে।
5/5
![১৫০ টাকার মাসিক রিচার্জে গ্রাহকরা ডেটা ও কলিংয়ের সুবিধা পাবেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/02164601/Vodafone.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৫০ টাকার মাসিক রিচার্জে গ্রাহকরা ডেটা ও কলিংয়ের সুবিধা পাবেন।
Published at : 24 Oct 2017 08:15 PM (IST)
Tags :
Vodafoneআরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)