এঁরাই হলেন ভারতের ৫ সবচেয়ে ধনী মানুষ। তবে এঁদের বাইরেও রয়েছেন শিল্পকূলের অনেক ব্যক্তিত্ব যাঁদের সম্পত্তির পরিমান হেলাফেলা করার মতো নয়।
2/6
শিব নাদার। দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি শিব। এইচ সি এল টেকনোলজির প্রধান। ১১.৯ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। ভারতের পাঁচ নম্বর শীর্ষ ধনী ব্যক্তি।
3/6
সাইরাস পালোনজি মিস্ত্রী। ২০১২-র ২৮ ডিসেম্বর টাটা শিল্পগোষ্ঠীর ব্যাটন হাতে তুলে নেন ইনি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১৬.৩ বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী ভারতীয়দের তালিকায় চার নম্বরে স্থান সাইরাসের।
4/6
পদ্মবিভূষণ আজিম প্রেমজির নাম নিশ্চয়ই শুনেছেন। উইপ্রো-কর্তার মোট সম্পত্তির পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার। তিন নম্বর ধনী ভারতীয় ইনি।
5/6
দিলীপ সাংভি। ২০১৪-র মার্চে দেশের সবচেয়ে বড়লোক ছিলেন তিনিই। ইনি সান ফার্মাসিউটিক্যাল-এর স্থপতি। তাঁর মোট সম্পত্তির পরিমান ১৭.৫ বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী ভারতীয়দের তালিকায় দ্বিতীয় তিনি।
6/6
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর মালিক মুকেশ অম্বানির মোট সম্পত্তির অর্থমূল্য ১ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা। ভারতের সবচেয়ে ধনী মানুষ তিনিই।