এক্সপ্লোর
প্রত্যুষা-রাহুলের মধ্যে কে এই সালোনি শর্মা?

1/5

শুক্রবার রাতে নিজের ফ্ল্যাটেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ‘বালিকা বধূ’ ধারাবাহিকের অভিনেত্রী প্রত্যুষা। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের অভিযোগ, আত্মহত্যা করেননি তিনি। এই রহস্য মৃত্যুর ঘটনায় যোগ রয়েছে তাঁর বয়ফ্রেন্ড রাহুলের।
2/5

সালোনিও কলকাতারই মেয়ে। তাঁর জন্ম ও বেড়ে ওঠাও এখানেই। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বই পাড়ি দেন তিনি। প্রথম ‘ফিরাঙ্গি বউ’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর ‘আহট’ ও বর্তমানে ‘সন্তোষী মা’ ধারাবাহিকে ‘প্রিয়া’-র ভূমিকায় অভিনয় করছিলেন তিনি।
3/5

যদিও একটি প্রথম শ্রেণির দৈনিক ওয়েব পোর্টালের দাবি, ডলির অভিযোগ উড়িয়ে দিয়েছেন সালোনি। তিনি বলেন, এই ঘটনায় তিনি কোনওরকম ভাবেই জড়িত নন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন। রাহুলের সঙ্গে তাঁর ডেটিং সংক্রান্ত সমস্ত খবরই মিথ্যা। এটা শুধুমাত্র প্রত্যুষা-রাহুলের ব্যক্তিগত ব্যাপার। যদিও একটি প্রথম শ্রেণির দৈনিক ওয়েব পোর্টালের দাবি, ডলির অভিযোগ উড়িয়ে দিয়েছেন সালোনি। তিনি বলেন, এই ঘটনায় তিনি কোনওরকম ভাবেই জড়িত নন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন। রাহুলের সঙ্গে তাঁর ডেটিং সংক্রান্ত সমস্ত খবরই মিথ্যা। এটা শুধুমাত্র প্রত্যুষা-রাহুলের ব্যক্তিগত ব্যাপার।
4/5

প্রত্যুষার বন্ধু তথা টিভি অভিনেত্রী ডলি বিন্দ্রার দাবি, সালোনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রাহুল। এরজেরেই হতাশা অবসাদে ভুগছিলেন প্রত্যুষা। গোটা ইন্ডাস্ট্রিই এই খবরে চমকে উঠেছে।
5/5

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের ‘আত্মহত্যা’ ঘিরে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। শোনা যাচ্ছে বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের সঙ্গে সালোনি শর্মা নামে একটি মেয়ের সম্পর্কের কারণেই এই চরম পথ বেছে নিয়েছেন তিনি। কিন্তু কে এই তৃতীয় ব্যক্তি সালোনি?
Published at : 02 Apr 2016 06:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
