১৯ মে ২০২২, এক নয়া ফরমান জারি হলো উত্তরপ্রদেশের রেশন ব্যবস্থায় I 19 May 2022, UP Government's new order to surrender ration cards
Episode Description
নির্দিষ্ট সময় সীমার মধ্যে রেশন কার্ড সমর্পন না করলে এবার কি তবে পড়তে হবে যোগী সরকারের কোপে?তবে কি গেরুয়া বসনা মুখ্যমন্ত্রীর নজর এবার রেশন কার্ডে! উত্তরপ্রদেশে এক এক নয়া ফরমান জারি করা হয়েছে উত্তরপ্রদেশ যোগী সরকারের পক্ষ থেকে। যোগী সরকারের নয়া ফরমান অনুযায়ী যেসমস্ত ব্যাক্তির কাছে চার-চাকার গাড়ি, মোটর সাইকেল, রঙিন টেলিভশন, ট্রাক্টর, এয়ার কন্ডিশনার, জমি অথবা জেনারেটর রয়েছে, তাদের যোগী সরকার আর সস্তা অথবা বিনামূল্যের রেশন সরবরাহ করবে না। এবং যে ব্যাক্তি এই তালিকার অন্তর্ভুক্ত থাকবে তাদের নিজ নিজ রেশন কার্ড ১৫ই মে এর মধ্যে সমর্পন করার নির্দেশ ও দিয়েছিলো যোগী সরকার। যে ব্যাক্তি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের রেশন কার্ড জমা করাবে না তাদের ওপর কড়া হাতে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। নির্বাচন শেষের পরই সরকারের এরম সিদ্ধান্ত গ্রহণ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে গোটা যোগী-রাজত্বকে।
আমাদের জীবনে প্রতিটি দিনেরই কিছু না কিছু তাৎপর্য থাকে। আনন্দ আপডেট এবিপি লাইভ পডকাস্টের একটি অনুষ্ঠান, যা আপনাকে প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং তার সম্পর্কে নানা জানা-অজানা তথ্য ও অন্তর্দৃষ্টি প্রদান করবে।
Every day holds some significance in our lives. Ananda Updates will give you an insight into the important events each day, and everything you should know about it.






















