RG Kar News: 'নেতা-মন্ত্রীরা সরকারি হাসপাতালে গেলে ঠিক হবে স্বাস্থ্য ব্যবস্থা', বললেন সোহিনী সরকার | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল। জুনিয়র ডাক্তারদের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বিচার চেয়ে ফের পথে আন্দোলনকারীরা। এদিন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন সোহিনী বলেন, 'অরাজকতা চলছে, আমাদেরকে বেঁধে দেওয়ার কিছু নেই, যে এইভাবে আন্দোলন করতে হবে।'
অভিনেত্রী আরও বলেন,' আমার তো মনে হয়, আমার কেন আপনার সবাই সহমত হবেন, স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে, যখন সেই দেশের মন্ত্রী নেতারা, সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবে। সেই দেশ, তখনই এগিয়ে যাবে, যখন তাঁদের বাড়ির ছেলেমেয়ে সরকারি স্কুলে পড়বে। আমরা খুব সাধারণভাবেই কথা বলতে অভ্যস্থ। কিন্তু অরাজকতার জন্য অনেকেই মুখ খুলতে পারছেন না বলে, এদিন জানান তিনি। এদিন তিনি জুনিয়র ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আমাদের এই পথ চলায় সামিল হয়েছেন। আর আমরা এটাকে শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলতে রাজি নই। কারণ এটা একটা নাগরিক আন্দোলন। এখানে আমরা প্রত্যেকেই নিজেদের স্বার্থে এসেছি।'