Ananda Sakal: লোকসভা ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার
পর্ব সম্পর্কিত
লোকসভা ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। SSC-তে নিয়োগ দুর্নীতি মামলায়, ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগই অবৈধ বলে জানানোর পাশাপাশি বাতিল করে দেওয়া হল পুরো প্যানেল। বাতিল হয়ে গেল অতিরিক্ত শূন্যপদের সব চাকরিও। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্তদেরকে ফেরত দিতে হবে বেতনের টাকা। ফাঁকা OMR শিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাঁদেরকেও ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতন। প্রাপ্ত বেতনের টাকা ফেরতের পাশাপাশি দিতে হবে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ। যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছেন তাঁদের টাকা ফেরত দিতে হবে। প্যানেলের বাইরে যাঁদের নাম রয়েছে তাঁদের এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর শূন্যপদ তৈরি করে যাঁদের চাকরি দেওয়া হয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে হবে ৪ সপ্তাহের মধ্যে।