Suvendu Adhikari: '২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি', ঘোষণা শুভেন্দুর
পর্ব সম্পর্কিত
ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বাংলায় পর্যুদস্ত হয়েছে বিজেপি। চার-চারটি আসনেই পরাজিত হয়েছে তাঁরা। এই পরাজয়ের জন্য রাজ্যকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনেকে ভোট দিতে পারেননি বলেই বিজেপি জয়ী হতে পারেনি। যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য আলাদা পোর্টাল চালুর কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, চার কেন্দ্রের ১০০ ভোটারকে নিয়ে রাজভবনে আসবেন বলেও জানিয়েছেন। (Suvendu Adhikari)
ABP ananda LIVE: খড়দায় ট্রেন-গাড়ি সংঘর্ষ। লেভেল ক্রসিং খোলা ছিল, গাড়ি ঢুকতেই সংঘর্ষ, দাবি স্থানীয়দের। ২টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের । অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, কেউ হতাহত হননি। আধ ঘণ্টার বেশি বন্ধ ট্রেন চলাচল।
ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাকে খড়গপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৩। খবর সম্প্রচারের পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতদের ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ধৃতদের বিরুদ্ধে মারধর, হামলা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা পুলিশের। তুফানগঞ্জে বিজেপি কর্মীদের 'সামাজিক বয়কট' তৃণমূলের! বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে হুমকির অভিযোগ। 'পার্টি অফিসে গিয়ে কথা বলতে, তারপর বাকি ব্যবস্থা', মিছিল করে বাড়িতে এসে হুমকি তৃণমূল নেতা-কর্মীদের, অভিযোগ বিজেপি কর্মীদের। এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 'কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী', অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা। কো-অপারেটিভের আবাসনে পুর পরিষেবাও বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কেউ কো-অপারেটিভের বাসিন্দাই নন, দাবি কাউন্সিলরের। পর্ণশ্রী কো-অপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র।