ডেলি শিরোনাম (18.07.22) রাইসিনার লড়াইয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার লড়াই। ABP Live Podcast
Episode Description
দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? রাইসিনার লড়াইয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার লড়াই। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় চলছে ভোটগ্রহণ। রাষ্ট্রপতি ভোটে টাকার খেলা চলছে, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী প্রার্থী যশবন্তের। হার নিশ্চিত বুঝে এসব বলছেন, পাল্টা রাহুল সিন্হা। অঙ্কের হিসেবে রাষ্ট্রপতি ভোটে অনেক এগিয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। অন্তরাত্মার ডাকে ভরসা বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার।পশ্চিমবঙ্গ থেকে ঐতিহাসিক লিড দেব যশবন্ত সিন্হাকে, দাবি ফিরহাদ হাকিমের। বিজেপির আস্থা নেই নিজেদের বিধায়কদের উপর, তাই রাতে রাখতে হয়েছে নিউটাউনের হোটেলে, কটাক্ষ তৃণমূলের। উল্টে তৃণমূলেরই ভোট আসবে পদ্ম শিবিরে, দাবি বিজেপি বিধায়কের। নিউটাউনের হোটেল থেকে বিজেপি বিধায়করা বাসে এলেন বিধানসভায়। উত্সবের আবহ পদ্ম শিবিরে। কারও পরনে আদিবাসী পোশাক, কেউ গাইছেন গান। আজ উপ রাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দেবেন এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়। বিরোধী প্রার্থী মার্গারেট আলভা বিরোধী নেতাদের সঙ্গে করবেন সাক্ষাত্। আজ শুরু বাদল অধিবেশন। মূল্যবৃদ্ধি-অগ্নিপথ-সহ একগুচ্ছ ইস্যুতে সরকারকে সংসদে চেপে ধরতে তৈরি বিরোধীরা। লোকসভা অধিবেশন দুপুর পর্যন্ত মুলতুবি। সংসদে বিতর্ক-আলোচনার পক্ষে তাঁরাও। বাদল অধিবেশন শুরুর আগে জানালেন প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতেই শপথগ্রহণ নতুন সাংসদদের। আসানসোলের সাংসদ হিসেবে শপথ শত্রুঘ্ন সিন্হার। স্পিকারের সঙ্গে সারলেন উষ্ণ করমর্দন।
আরও দামি প্যাকেটবন্দি আটা, পনির, দই। দিতে হবে ৫% জিএসটি। মধ্যবিত্তদের পকেট হালকা হবে। সাহায্যের বদলে আমরা ওঁদের আঘাত করছি, ট্যুইট বরুণ গান্ধীর।






















