ডেইলি শিরোনাম ( ৩০.০৩.২২ ) ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ : ABP Live Podcast
Episode Description
রামপুরহাট হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি সিবিআইয়ের।বগটুই গ্রামের পাঁচটি জায়গায় তল্লাশি গোয়েন্দাদের। পাশাপাশি, সিবিআইয়ের নজরে এবার দমকল আধিকারিক ও পুলিশের নীচুতলার কর্মীরা।
রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল মালদা, রামপুরহাট ও ঝাড়গ্রাম সীমানা থেকে তিনজনকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ।
পশ্চিমবঙ্গে শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য দৃঢ়ভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন।
রামপুরহাটকাণ্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দেওয়া রিপোর্টে এমনই দাবি করল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এ নিয়ে মার্চের শেষে বগটুইয়ের ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল! রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র। তদন্তের আগেই কীভাবে রিপোর্ট নাড্ডাকে? প্রভাবিত হবে তদন্ত। প্রশ্ন তুলে তোপ মমতার।
অভিনেত্রী পায়েল সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, নিউ ব্যারাকপুরে ভুয়ো সংস্থা খুলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন ৫ জন।






















