ডেইলি শিরোনাম ( ০৬.০৭.২২ ) : মহুয়া মৈত্রর কালী মন্তব্যে বিতর্ক, আরও খবর : ABP Live Podcast
Episode Description
মহুয়া মৈত্রর কালী মন্তব্যে বিতর্ক। গ্রেফতারির দাবি বিজেপির। দল অনুমোদন করে না, সাংসদের মন্তব্যের নিন্দা করে ট্যুইট তৃণমূলের। সত্যমেব জয়তে, ট্যুইট মহুয়ার। ১০ দিনের মধ্যে মহুয়াকে গ্রেফতার না করলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।
কালী-মন্তব্যে মহুয়ার গ্রেফতারির দাবিতে বউবাজার থানায় ডেপুটেশন বিজেপির। নিউ মার্কেট থানার সামনেও বিক্ষোভ।
পয়গম্বর-বিতর্কে ফের হাজিরা এড়ালেন নূপুর শর্মা। প্রাণসংশয়ের কথা জানিয়ে নারকেলডাঙা থানায় চিঠি সাসপেন্ডেড বিজেপি নেত্রীর। ফের পাঠানো হবে ইমেল, খবর সূত্রের।
বাংলায় ধ্বংস হচ্ছে গণতন্ত্র। কেন নীরব বিদ্বজ্জনেরা? শ্যামাপ্রসাদের জন্মদিনে ফের তোপ রাজ্যপালের। রাজ্যপালের পদই তুলে দেওয়া উচিত, পাল্টা সৌগত।






















