Daily Shironam ( 08.02.22) অখিলেশ যাদবের সঙ্গে এক জনসভায় মমতা, ২৪ ঘণ্টায় কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা : ABP Live Podcast
Episode Description
এবিপি লাইভ ডেইলি শিরোনাম।
- দেশে করোনায় সংক্রমণ গত ২৪ ঘণ্টায় কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৯৫।
- রাজ্যে টানা ২৩দিন পরে তিরিশের নীচে নামল করোনায় মৃত্যু। শুধু উঃ ২৪ পরগনাতেই একদিনে ১০জনের মৃত্যু। রাজ্যে একদিনে আক্রান্ত ৬৪১ জন। উত্তর ২৪ পরগনা দৈনিক সংক্রমণে শীর্ষে।
- আজ বেলা ১২টায়, অখিলেশ যাদবের সঙ্গে এক জনসভায় ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সেই ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করেছে সমাজবাদী পার্টি। দুপুর ২টোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব যৌথ সাংবাদিক বৈঠক করবেন।
- ফের রাতের শহরে বেপরোয়া গতির কারণে ঘটল দুর্ঘটনা। চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। গাড়ির চালক আটক । মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।






















