ডেইলি শিরোনাম : ত্রিপুরায় আজ চার কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা, ঝালদা-পানিহাটি সহ আজ মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ : ABP Live Podcast
পর্ব সম্পর্কিত
ত্রিপুরায় আজ চার কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা। ঝালদা-পানিহাটি সহ আজ মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। ১০ বছর পর জিটিএ নির্বাচন। ভোট প্রক্রিয়া চলছে শিলিগুড়ি মহকুমা পরিষদেও। আরও খবর রয়েছে এবিপি লাইভ ডেইলি শিরোনামে।
ত্রিপুরায় ফের খাতা খুলল কংগ্রেস। আগরতলায় হার বিজেপির। জিতলেন সুদীপ। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পানিহাটিতে বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা পুলিশের। নিজেদের আচরণ বিধি দেখালেন খড়দা থানার খড়দা থানার আইসি। কমিশনের সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও পুলিশের বাধা সাংবাদিকদের। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। খবর সম্প্রচারের পর বুথ চত্বরে ঢুকতে অনুমতি। ভাটপাড়ায় পুলিশের সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। অস্বীকার শাসক দলের। পথ অবরোধ বামেদের। দমদমের ৪ নম্বর ওয়ার্ডে ভোট দিতে আসার আগেই ভোট হয়ে যাওয়া অভিযোগ। টেন্ডার ভোট দিতে অস্বীকার ভোটারের। শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের আগে উত্তেজনা। ফাঁসিদেওয়ায় ৩৬ নম্বর বুথে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আহত ১। ভোটে বহিরাগত ঢোকানোর অভিযোগে মাটিগাড়ায় দার্জিলিংয়ের বিজেপি বিধায়কের গাড়ি আটক। নীরজকে নামিয়ে ফিরছিল গাড়ি, দাবি বিধায়কের আপ্ত সহায়কের। অব্যাহত মহারাষ্ট্র-সঙ্কট। বিদ্রোহ দমনে আরও কঠোর উদ্ধব। মন্ত্রিত্ব যেতে পারে ৭ বিদ্রোহীর। বিজেপির সঙ্গে যাওয়ার প্রশ্ন নেই, ফের বললেন শিবসেনা প্রধান। দুপুরে বিদ্রোহীদের নিয়ে বৈঠকে একনাথ। কতদিন গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন, আসতে হবেই। কটাক্ষ করে ট্যুইট সঞ্জয় রাউতের।