G 20 Summit : জি ২০-র নৈশভোজে মমতা। যোগী-অমিত শাহর সঙ্গে ডিনার করে কী বার্তা দিতে চাইছেন, প্রশ্ন অধীরের
Episode Description
রাষ্ট্রপতির আমন্ত্রণে জি ২০-র নৈশভোজে মমতা। যোগী-অমিত শাহর সঙ্গে ডিনার করে কী বার্তা দিতে চাইছেন, প্রশ্ন অধীরের। বিজেপির হাত শক্ত করছেন অধীরই পাল্টা তৃণমূল।
৪ হাজার কোটি থেকে কত আত্মসাৎ? জলমগ্ন ভারত মণ্ডপমের ছবি পোস্ট করে মোদি সরকারকে প্রশ্ন তৃণমূল মুখপাত্রর। ডিনারে কেন গিয়েছিলেন, জিজ্ঞেস করুন তৃণমূল নেত্রীকে, পাল্টা সুজন।
জি ২০-র মঞ্চে প্রধানমন্ত্রীর নেমপ্লেটের পর রাজঘাটে মোদির পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়ার বদলে ভারত। রিপাবলিক অফ ইন্ডিয়ার বদলে লেখা প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ ভারত।
ইন্ডিয়া সরিয়ে ভারত, সংবিধান বদলের চেষ্টা, অভিযোগ অধীরের। গায়ের জোরে করছে, মন্তব্য সৌগতর। বিশ্বমঞ্চে ভারতকে চেনানোর এটাই সময়, পাল্টা বিজেপি।
ইন্ডিয়া বদলে ভারত হবে, এবার হুঙ্কার দিলীপ ঘোষের। ইন্ডিয়া জোটের প্যানিক রিঅ্যাকশন, পাল্টা কুণাল।






















