ডেইলি শিরোনাম: Daily Shironam: প্রত্যাঘাত! আফগান-পাক সীমান্তের কাছে নানগড়হরে ড্রোন হামলা চালাল মার্কিন সেনা : ABP Live Podcast 28 August, 2021
Episode Description
বিশ্ব থেকে দেশ, রাজনীতি থেকে শিক্ষা, বিনোদন থেকে ময়দান, সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুনুন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। এই মুহূর্তে সবার আগে নজর রাখব আফগানিস্তানের খবরে।
-আফগানিস্তানে আমেরিকার প্রত্যাঘাত। আফগান-পাক সীমান্তের কাছে নানগড়হরে ড্রোন হামলা চালাল মার্কিন সেনা। কাবুল বিমানবন্দরে হামলার মূল ষড়যন্ত্রী নিহত বলে দাবি করেছে পেন্টাগন। পাল্টা আঘাতের আশঙ্কায় মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দরের গেট থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কাবুলের মার্কিন দূতাবাস। সূত্রের খবর, গাড়িতে এক সহযোগীকে নিয়ে পালাচ্ছিলেন কাবুল হামলার মূল চক্রী। তখনই রিপর ড্রোনের মাধ্যমে হামলা চালায় মার্কিন সেনা।
-আফগানিস্তানে কাবুল হামলার ধাঁচে ফের নাশকতার চেষ্টা হতে পারে। এই হামলা হতে পারে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ৩১ অগাস্টের মধ্যে। এভাবেই জো বাইডেনকে সতর্ক করল তাঁর নিরাপত্তা বাহিনী। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব জানিয়েছেন, কাবুল হামলার পরেই বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে পেন্টাগনের আধিকারিকদের বৈঠক হয়।
-এবার দেশের করোনা আপডেট। দেশে করোনার টিকাকরণের রেকর্ড গড়ার পরদিনই বাড়ল দৈনিক সংক্রমণ। ফের পাঁচশো পার করল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭৫৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।
একদিনে মৃত্যুর সংখ্যা ৫০৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের।
আরও খবর জানতে নজর রাখুন এবিপি আনন্দ চ্যানেলে। ফলো করুন আমাদের ফেসবুক , ট্যুইটারে। ইউটিউবে এবিপি আনন্দের পেজে গিয়ে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন।






















