Daily Shironam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর বাড়িতে সিবিআই
পর্ব সম্পর্কিত
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সাতসকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর বাড়িতে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ম্যারাথন তল্লাশি।
বাংলার ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। তবে, দুর্নীতি নয়। অয়ন শীলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সিবিআই তল্লাশির প্রসঙ্গে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের।
ইডির পর পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই তৎপরতা। ফিরহাদ-মদনের বাড়িতে তল্লাশির পাশাপাশি একাধিক পুরসভায় হানা। বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানদের জিজ্ঞাসাবাদ।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির ম্যারাথন অভিযানের তিন দিনের মাথায় তল্লাশি সিবিআইয়ের। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে কারচুপি কার নির্দেশে? জানতে ১২ জায়গায় একযোগে হানা।
ফিরহাদ-মদন থেকে প্রাক্তন পুরপ্রধান। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে হানা সিবিআইয়ের। প্রতিহিংসার তত্ত্ব কুণালের। চোর ধরার কাজ চলছে, পাল্টা রাহুল।
ঘাটালের বন্য়া পরিস্থিতি পরিদর্শন সাংসদ দেবের। দুর্গতদের মধ্য়ে ত্রিপল ও খাবার বিলি। পাশাপাশি ঘাটালের মহকুমা শাসকের সঙ্গে বৈঠকও করলেন দেব। খড়ারের একটি স্কুলের উন্নয়নে নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা তুলে দিলেন তৃণমূল সাংসদ।
রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি সত্ত্বেও কীভাবে ধর্না তৃণমূলের? মুখ্যসচিবকে চিঠি রাজভবনের। ধনকড়-জমানায় রাজভবনে আসর বসাতো বিজেপি, পাল্টা কুণাল।
সিকিমের ধাক্কায় বিধ্বস্ত কালিম্পঙে রাজ্যপাল। তিস্তা বাজারে দুর্গতদের সঙ্গে কথা। পরিদর্শন করলেন ত্রাণ শিবিরও।
ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষ আরও তীব্র, নিহত পাঁচ শতাধিক। তেল আভিভে মিসাইল হানা, পাল্টা বোমা বর্ষণ হামাসে। আত্মরক্ষার অধিকার আছে ইজরায়েলের। মন্তব্য বাইডেনের।
চেন্নাইয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি দুই দল। আগুনে বোলিং ভারতীয় বোলারদের। চাপে অস্ট্রেলিয়া।