Daily Shironaam: জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দিয়ে রেশন দুর্নীতি নিয়ে বামেদের আক্রমণে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দিয়ে রেশন দুর্নীতি নিয়ে বামেদের আক্রমণে মুখ্যমন্ত্রী।
ক্ষমতায় আসার তেরো বছর পর মনে পড়ল? চোরদের নিয়ে মন্ত্রিসভা চালান। বিজেপির সঙ্গে সমঝোতা করে বেঁচে থাকার চেষ্টা। পাল্টা আক্রমণ সিপিএমের।
ইডির তলবে পঞ্চমবার সিজিওয় জ্যোতিপ্রিয়র পিএ। বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্যে হাত বালুর? জানতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। এগারো থেকে একুশ, ১০ বছরে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুরের রকেট উত্থান।একাধিক রাইস মিল, কনস্ট্রাকশন কোম্পানি থেকে ব্র্যান্ডেড পোশাক বিপণন, আরও ১৮টি সম্পত্তির হদিশ।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপরতা কেন্দ্রীয় এজেন্সির। দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ। নজরে কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ারও।
পুলিশের পর কোতুলপুরে শুভেন্দুর সভায় না হাইকোর্টের। ঢোকা-বেরনোর মাত্র একটি পথ। জালিয়ানওয়ালাবাগের মতো পরিস্থিতি হলে কে দায়িত্ব নেবে? প্রশ্ন বিচারপতির।
১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে দলীয় নেতা-কর্মীদের জমায়েতের নির্দেশ।
কাল হাজিরার আগে আজ এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ মহুয়া মৈত্রর। রমেশ বিদুরি ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ। দেহাদ্রাই-হীরানন্দানিকে সরাসরি প্রশ্ন করার অনুমতি চান তৃণমূল সাংসদ।
ফোনে আড়ি পাতার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে এবার স্পিকারকে চিঠি মহুয়ার। নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি। পুঁজিপতির স্বার্থরক্ষা করছেন মহুয়া, ফের আক্রমণ নিশিকান্তর।
চব্বিশের ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের। ভোটার বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫। বাদ গেল ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জনের নাম। ৫ জানুয়ারি চূড়ান্ত তালিকা।
দিঘা বাইপাসে পথবাতি কেলেঙ্কারিতে শুভেন্দুর দাদাকে পুলিশের তলব খারিজ। এসডিপিও-কে তুলোধোনা বিচারপতির। পুলিশ নাগরিক হেনস্তার জন্য নয় বলে মন্তব্য।
অনুব্রতহীন বীরভূমে এবার কাজল শেখের মুখে 'খেলা হবে' স্লোগান। নাম না করে বিজেপি নিশানা। তিহাড় কটাক্ষ বিজেপির।
শান্তিনিকেতনে ফলক বিতর্কে এবার বিশ্বভারতীর উপাচার্যর সমালোচনায় রাজ্যপাল। রবীন্দ্রনাথ নিয়ে কোনও আপস মেনে নেওয়া যায় না। কবিগুরু মানে আবেগ, মন্তব্য বোসের।
সেঞ্চুরির পথে দাম। উৎসবের মরশুমে পেঁয়াজের ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল। সিলিন্ডার প্রতি ১০৩ টাকারও বেশি বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।
রোপ পরিবর্তনের কারণে দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ। চলবে ৮ মাস। ২টি লেনে চলছে ছোট গাড়ি। ভারী গাড়ি ঘোরানো হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বিটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে।
বিশ্বকাপ চলাকালীন কলকাতায় বেটিং চক্রের পর্দাফাঁস। ধর্মতলায় গ্রেফতার ভিনরাজ্যের ৩। দুবাইয়ে বসে ৫ হাজার কোটির কিংপিন। তদন্তে কেন্দ্রীয় এজেন্সি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, এক্স ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।