Daily Shironaam: সৌগত রায়কে ফের আক্রমণ মদন মিত্রের | ABP Ananda LIVE
Episode Description
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
১) নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে জোর তরজা তৃণমূলে। সৌগত রায়কে ফের আক্রমণ মদন মিত্রের। সৌগতর দাবি, মমতার ছবি থাকলেই হল। কিন্তু মদনের মতে, মমতা এবং অভিষেকের মধ্যে ফাঁক খোঁজার অর্থ দলের ক্ষতিসাধন।
২) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জানালেন, বাংলার মানুষ বিশ্বাস করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। তাঁকে বিশ্বাস করেন। এমন মানুষকে আগামী দিনে নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ করা উচিত। তেমন হলে সবার আগে লাইনে দাঁড়িয়ে ভোটও দেবেন বলে জানালেন অধীর।
৩) ৪ ডিসেম্বর সংসদীয় ইতিহাসে দুর্নীতির বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে চলেছে লোকসভা। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের যে সুপারিশ করেছিল নীতি কমিটি, তা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। সেই নিয়ে লোকসভায় পূর্ণাঙ্গ আলোচনা চাইল তৃণমূল।
৪) মহুয়া মৈত্রের হয়ে ব্যাট ধরলেন অধীর চৌধুরী। সংসদের নীতি কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন। বাংলায় তৃণমূল বিরোধিতায় বিশ্বাসযোগ্য হারাচ্ছেন অধীর, পাল্টা বিজেপি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৌস্তভ বাগচিরও।
৫) বিধানসভায় জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় আরও ৩ বিজেপি বিধায়ককে তলব লালবাজারের। মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ। সোমবার ৫ বিধায়ককে সমন পাঠানো হয়।
৬) ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের। রাত পোহালেই মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। ৪ ডিসেম্বর ফলপ্রকাশ মিজোরামের
৭) কী করে এত বড় ছক্কা মারেন রিঙ্কু? উত্তর প্রদেশের তারকা নিজেই সেটা ফাঁস করলেন। রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম উইকেটে ঝোড়ো ৫৬ রান যোগ করেন রিঙ্কু ও জিতেশ শর্মা। জিতেশ ম্যাচের পর স্বীকার করে নেন যে, রিঙ্কুর আগ্রাসী ব্যাটিং তাঁর ওপর থেকে চাপ কমিয়ে দিয়েছিল। ম্যাচের শেষে জিতেশই রিঙ্কুর কাছে জানতে চান, কীভাবে এত বড় ছক্কা মারেন রিঙ্কু? তাতে কেকেআর তারকা বলেন, 'আমি ওজন তুলতে পছন্দ করি। তার থেকেই আমি আরও শক্তিশালী হয়েছি।'
৮) নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিলেটে প্রথম টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটসহ মোট ১০ উইকেট নিলেন তারকা বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। তাঁর অনবদ্য বোলিংয়ে ভর করেই ১৫০ রানে কিউয়িদের হারাল বাংলা টাইগাররা। এই প্রথমবার ঘরের মাঠে কিউয়িদের পরাজিত করল বাংলাদেশ।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, X ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















