Daily Shironaam: শুধু ভারতে নয়, রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানের সম্পত্তি রয়েছে বিদেশেও, দাবি ইডি-র | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
শুধু ভারতে নয়, রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানের সম্পত্তি রয়েছে বিদেশেও, দাবি ইডি-র। সূত্রের খবর, দুবাইয়ে বাকিবুরের জোড়া ফ্ল্যাটের হদিশ। বিদেশে আরও কি সম্পত্তি? জিজ্ঞাসাবাদে প্রশ্ন ইডি-র।
একজোড়া ফ্ল্যাট কিনতে খরচ হয়েছে ৮ থেকে ১০ কোটি, খবর ইডি সূত্রের। কেন দুবাইয়ে ফ্ল্যাট? ছিল পালানোর পরিকল্পনা? প্রশ্ন ইডি আধিকারিকদের।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। পার্থ সেনের পর সিবিআইয়ের জালে এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা কৌশিক মাজি। চাকরির জন্য অযোগ্যদের তালিকা তৈরির অভিযোগ।
ঘুষ নিয়ে লোকসভায় আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা বিজেপি সাংসদের অভিযোগ খতিয়ে দেখবে লোকসভার নীতি কমিতি। নির্দেশ দিলেন স্পিকার ওম বিড়লা।
চলতি বছরই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করতে চায় এসএসসি। কাউন্সেলিং শুরু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে নিয়োগ হবে আদালতের নির্দেশের পর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গোপনীয়তা রক্ষা মামলায় অভিযুক্ত, সন্দেহভাজন বা সাক্ষীদের কোনও তথ্য প্রকাশ করা যাবে না। তল্লাশি অভিযানে নিয়ে যাওয়া যাবে না সংবাদমাধ্যমকে। তদন্তকারী সংস্থাগুলিকে এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
উপাচার্য পদ থেকে অবিলম্বে অপসারণ করা উচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। মঙ্গলবার এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর এক অধ্যাপককে সার্ন-প্রজেক্টে কাজ করতে না দেওয়ার অভিযোগ নিয়েই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।