Daily Shironaam: মনোনয়ন প্রত্যাহারে হুমকি-মার! ডায়মন্ড হারবারে বিডিও অফিসে বিক্ষোভ বামেদের | ABP Ananda LIVE
Episode Description
ডেলি শিরোনাম
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
মনোনয়নের পর এবার প্রার্থীপদ প্রত্যাহারে সন্ত্রাস। রানিগঞ্জে সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে ফাঁড়িতে আটকে রেখে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
ভোটের আগেই সন্ত্রাস। ঘরছাড়া কর্মীদের জন্য জেলায় জেলায় বিজেপির সেফ হাউস। দক্ষিণ ২৪ পরগনার ৩০জন আক্রান্ত প্রার্থীকে নিয়ে রাজভবনে সুকান্ত।
মনোনয়ন প্রত্যাহারে হুমকি-মার! ডায়মন্ড হারবারে বিডিও অফিসে বিক্ষোভ বামেদের। কাটোয়ায় পার্টি অফিসে আশ্রয় ৫ বাম প্রার্থীর। চাপড়ায় প্রতিরোধে পিছু হটল বাইক বাহিনী।
রাজ্যে ৯ দিনে ৭ খুন। সন্ত্রাসের অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম। প্রতি মূহূর্তে আসছে অভিযোগ। ফোন এসেছে তৃণমূলের তরফেও।
বিরোধীদের উৎসাহে এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপালের, আক্রমণে কুণাল। সংবিধান মেনেই কাজ, পাল্টা বোস। স্বাগত কংগ্রেসের। মুখ্যমন্ত্রীকে ডাকছেন না কেন? সন্দিহান সেলিম।
কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্যের। সুপ্রিম কোর্টে বলল কমিশন। বেশি সময় লাগলে হাইকোর্টে জানাতে পারতেন, বলল সর্বোচ্চ আদালত। কাল শুনানি।
৪৮ ঘণ্টা পেরোলেও বাহিনী চায়নি কমিশন। আদালত অবমাননার অভিযোগ শুভেন্দুর। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি।
১০এ। শওকতকে জেড ক্যাটিগরি, নিরাপত্তাহীনতায় নওশাদ। হাইকোর্টের দ্বারস্থ। স্বরাষ্ট্রমন্ত্রকেও নিরাপত্তা চেয়ে চিঠি। বিজেপি-যোগ দেখছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগে পরপর বিস্ফোরণ। ফরাক্কায় জখম ৫ নাবালক। রানিনগরে বিস্ফোরণে উড়ল তৃণমূল কর্মীর গোয়ালের চাল। মথুরাপুরে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল দুষ্কৃতীর।
শুধু কুন্তলের চিঠি বিতর্ক নয়, সার্বিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তলব। অভিষেকের চিঠির জবাব দিল ইডি। চাওয়া হয়েছে নথিও।
তল্লাশির পর ১৪টির মধ্যে ৫টি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কোনও নথিই মেলেনি। চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ভাবনা।
অবশেষে ৭দিন দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। বুধবারের পর বাড়বে বৃষ্টি। উত্তরে পার্বত্য এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। আগামী কয়েকদিনের জন্য লাল সতর্কতা।
বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে
সিইএসসি এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল মানুষ। আপনাদের জন্য রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে, সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা বিদ্যুৎমন্ত্রীর।
কাল রথের রশিতে টান। সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। স্নানযাত্রার পরে আজ নবযৌবন বেশ।
বাকি সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এবিপি আনন্দের ইউটিউব, ফেসবুক, ট্যুইটার, কু ও ওয়েবসাইটে






















