ডেইলি শিরোনাম । Daily Shironam । রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার! একদিনে ১৯জনের মৃত্যু
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার! একদিনে ১৯জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাই শীর্ষে। তারপরেই উঃ ২৪ পরগনা।
রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দঃ ২৪ পরগনা, নদিয়া। হাওড়ায় বাড়ল কনটেনমেন্ট জোন।
কলকাতায় কমল কনটেনমেন্ট জোন। ৩ নম্বর বরোয় আরটিপিসিআর টেস্টে বিপত্তি। ২ সপ্তাহের মধ্যে পুর পরিষেবা স্বাভাবিক হওয়ার দাবি মেয়রের।
দৈনিক করোনা সংক্রমণ কমলেও, উদ্বেগ বাড়িয়ে দেশে একদিনে মৃত্যু বাড়ল প্রায় ৯০ শতাংশ। দিল্লিতে বন্ধ সমস্ত বেসরকারি সংস্থা।
২২শে ৪ পুরভোটে অনড় কমিশন। নিষেধাজ্ঞা নেই, কেন বন্ধ? সওয়াল কমিশনের। করোনাকালে পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা, জানতে চাইল আদালত।
বেলাগাম সংক্রমণ, ২ বছর ধরে বকেয়া ভোটে কেন এখন তাড়াহুড়ো?
পুরভোট স্থগিত চেয়ে আক্রমণে বিরোধীরা। কমিশনের সিদ্ধান্ত, পাল্টা তৃণমূল।
আসানসোলে পুরভোটে দিলীপের প্রচার ঘিরে ফের ধুন্ধুমার। পুলিশের বাধায় ধাক্কাধাক্কি।
ডবল ডোজ ছাড়া সাগর দ্বীপে প্রবেশ নয়। বাধ্যতামূলক আরটিপিসিআর।নির্দেশ অমান্যে দায়ী মুখ্যসচিব, রায় হাইকোর্টের। সিদ্ধান্ত বদলে কেঁদুলি মেলাতেও সায়।
রাজ্যের আবেদনে সাড়া হাইকোর্টের। গঙ্গাসাগর মেলার কমিটিতে বাদ শুভেন্দু। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ২ সদস্যের নতুন কমিটি গঠন।
গঙ্গাসাগর নজরদারি কমিটিতে বাদ শুভেন্দু। নেপথ্যে তৃণমূলের চক্রান্ত,
দাবি বিজেপির। সঠিক সিদ্ধান্তই নিয়েছে আদালত, পাল্টা তৃণমূল।
হাইকোর্টের নির্দেশের পরেও বাবুঘাটে উধাও কোভিড বিধি। মাস্ক না পরার আজব সাফাই।
হরিদ্বারে বাতিল মকর সংক্রান্তির স্নান। হর কি পৌড়িতে পুণ্যার্থী প্রবেশ নিষেধ। ওড়িশাতেও নিষেধাজ্ঞা। তামিলনাড়ুতে জাল্লিকাট্টুতে কড়াকড়ি।
২ মাস সব বন্ধে অভিষেকের মতই দলের বক্ত্য। দেরিতে বলায় বাস্তবায়ন সম্ভব ছিল না, দাবি সৌগতর। বলার পর বোধোদয়, কটাক্ষ বিরোধীদের।
কল্যাণীর জেএনএম হাসপাতালে আক্রান্ত শতাধিক। স্পেশাল আউটডোর বন্ধ শান্তিপুর হাসপাতালে। তারকেশ্বর হাসপাতালে বন্ধ সিজার বিভাগ।
সংক্রমণের শৃঙ্খল ভাঙতে বর্ধমানে টানা ৭দিন বন্ধ হোটেল, ফাস্টফুড, চায়ের দোকান। বরানগর থেকে নৈহাটিতেও কড়াকড়ি। পুলিশি অভিযান।
আন্তঃরাজ্য সফরে প্রয়োজনে নেই কোভিড টেস্টের। উপসর্গযুক্ত, হাই রিস্ক কোমর্বিডিটি, সংক্রমিতদের সংস্পর্শে এলে পরীক্ষা, জানাল আইসিএমআর।
করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। শুভেচ্ছাবার্তা মমতার। কোভিড পজিটিভ শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
এসএলএসটি বিতর্কে হাইকোর্টের সুপারিশের পরেই অপসারিত এসএসসির চেয়ারম্যান। শুভশঙ্কর সরকারের জায়গায় কাল থেকেই দায়িত্বে সিদ্ধার্থ মজুমদার।
উত্তরপ্রদেশে ভোটের আগে ধাক্কা বিজেপির। যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা স্বামীপ্রসাদ মৌর্যর। ছবি পোস্ট অখিলেশের। দল ছাড়লেন আরও ৩ বিধায়ক।
করোনা কালে ফের বাড়ল আয়কর রিটার্নের সময়সীমা। ৩১ ডিসেম্বরের পর এবার সময় বাড়িয়ে এবার ১৫ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন।
আবার গোসাবা। ২ সপ্তাহের মধ্যে চতুর্থবার বাঘের হানা। গবাদি পশু শিকারে আতঙ্ক। ফেন্সিং দিয়ে এলাকা ঘিরে জঙ্গলে পাঠানোর চেষ্টা।
পৌষ শেষে উধাও শীতের দাপট। সপ্তাহান্তে ফের ঠান্ডার পূর্বাভাস দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া।
কোভিড পরিস্থিতির কারণে আইপিএল স্পনসরশিপ ছাড়ছে চিনা সংস্থা ভিভো। এবার টুর্নামেন্ট-স্পনসর টাটা গ্রুপ, জানালেন আইপিএল চেয়ারম্যান।
কেপ টাউনে ব্যাটিং বিপর্যয়ের দিনে একা কুম্ভ বিরাট। দুর্দান্ত ৭৯ রানের সুবাদে প্রথম ইনিংসে ২২৩ তুলল ভারত। চার উইকেট রাবাডার।
ভিসা-মামলা জয়ের পর মেলবোর্নের কোর্টে প্র্যাক্টিসে নেমে পড়লেন জকোভিচ। কোচিং স্টাফেদের নিয়ে ট্রেনিং শুরু রড লেভার অ্যারেনায়।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















