Daily Shironam: পথ দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু, অবরোধ এলাকাবাসীর, তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি
পর্ব সম্পর্কিত
পথ দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু, রণক্ষেত্র মহেশতলা। অবরোধ এলাকাবাসীর, তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ।
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র চাঁচল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ। পাল্টা হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ।
মুর্শিদাবাদের কান্দিতে বিসর্জন ঘিরে সংঘর্ষ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাউন্সিলরের বাড়ি ভাঙচুর। পুলিশের সামনেই হামলা। তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ।
রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুরের আরও সম্পত্তির হদিশ। প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ। দেড় হাজার কাঠারও বেশি জমি! ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি।
ফের মহুয়াকে নিশানা নিশিকান্ত দুবের। দুবাই থেকে কি সাংসদের অ্যাকাউন্টে লগ-ইন? কার টাকায় বিদেশযাত্রা? অনুমতি নিয়েছিলেন? জবাব চেয়ে পোস্ট বিজেপি সাংসদের।
ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগের মধ্যেই ফের আদানিকে নিশানা মহুয়ার।
হিন্ডেনবার্গ রিপোর্টের পর আদানি টোটালের শেয়ারে ৮৫ শতাংশ ধস। তাসের ঘর ভেঙে পড়বে। পোস্ট তৃণমূল সাংসদের।
এবার বইয়েও ইন্ডিয়ার বদলে ভারত! এনসিইআরটি-র স্কুল বইয়ে ইন্ডিয়ার বদলে লেখা হবে ভারত। প্রাচীন ইতিহাসের বদলে পড়ানো হবে ক্লাসিকাল হিস্ট্রি, সুপারিশ প্যানেলের।
রাজ্যের ৩ সিআইডি আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির মামলার তদন্তে নামল সিবিআই। এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি শুভেনদুর। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। পুরোটাই বানানো। প্রতিক্রিয়া এডিজি সিআইডির।
এবার রাজভবনের শারদ সম্মান। কলকাতা ও জেলা মিলিয়ে ৪ পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার রাজ্যপালের। ৫ লক্ষ টাকা পাবে ৪ পুজো কমিটি।