ডেইলি শিরোনাম : Daily Shironam : শুধু ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পই নয়, প্রতারণার গুচ্ছ অভিযোগ দেবাঞ্জনের নামে, সঙ্গে আরও খবর : ABP Live Podcast 25 June, 2021
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ পডকাস্ট।
প্রতারণার গুচ্ছ অভিযোগ দেবাঞ্জনের নামে। মাস্ক, স্যানিটাইজার, অক্সিমিটার কিনে কোটি টাকার বেশি না মেটানোর অভিযোগে কসবা থানায় ২ ব্যবসায়ী। পুরসভার কমিউনিটি হল তৈরির নামেও প্রতারণার অভিযোগ।
প্রভাব খাটিয়ে বাণিজ্যিক গাড়িকে ব্যক্তিগত গাড়ি হিসেবে ব্যবহার। পুরসভার প্যাড ব্যবহার করেই মাসে ৫২ হাজার টাকায় গাড়ি ভাড়া করেছিল দেবাঞ্জন। প্রভাবশালী প্রমাণ করতেই গাড়ির মাথায় লাগিয়েছিল নীল বাতি।
দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিনের আঁতুড়ঘরে এবিপি আনন্দ। পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয়ে দু’দফায় ৭৭ হাজার টাকার ওষুধ-ইঞ্জেকশন কিনেছিল দেবাঞ্জন। ২২ হাজার দিলেও বাকি ৫৫ হাজার টাকা! দাবি দোকান মালিকের।
জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।






















