Daily Shironam: PAC-তে দুর্নীতির অভিযোগে জ্যোতিপ্রিয়র দাদাকে নিশানা শুভেন্দুর | সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি
Episode Description
দিঘায় ৩টি বেনামি হোটেল রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র। ছবি দেখিয়ে দাবি শুভেন্দুর। নিজের কতগুলি পেট্রোল পাম্প, ট্রলার, পাল্টা প্রশ্ন শান্তনুর।
যা জানে সব জ্যোতিপ্রিয় আর ইডি। সিজিও-তে চিঠি জমা দিয়ে বেরিয়ে বললেন জ্যোতিপ্রিয়র দাদা। ফের ইডি দফতরে মন্ত্রীর পিএ অমিত দে।
এবার পিএসসি-তে দুর্নীতির অভিযোগে জ্যোতিপ্রিয়র দাদাকে নিশানা শুভেন্দুর। ওটা খনি নয়, লুঠ হয় হলদিয়াতে, পাল্টা আক্রমণ দেবপ্রিয়র।
সমস্যা নেই হৃদযন্ত্রে। স্বাভাবিক স্নায়ু। রক্তের সব রিপোর্ট স্বাভাবিক। সুস্থ রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিল ইডি।
আমডাঙার সাধনপুরের পর দাদপুর। ফের বাকিবুরের ১১ বিঘের জমির হদিশ। পরিকল্পনা ছিল এফসিআইয়ের গুদাম তৈরির। দাবি স্থানীয়দের।
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি। তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই, হাইকোর্টের নির্দেশই আপাতত বহাল। শুক্রবার পরবর্তী শুনানি।
খড়দায় সংঘর্ষকাণ্ডে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় খড়দা থানার আইসির।
খড়দায় সংঘর্ষকাণ্ডে প্রকাশ্যে কাউন্সিলরকে ধমক পুলিশের। আইসি-কে সার্টিফিকেট অর্জুনের। অনেকে অতীত মাথায় নিয়ে ঘুরে দলের ক্ষতি করছেন, মন্তব্য সাংসদের। মুষলপর্ব শুরু, কটাক্ষ বিরোধীদের।
আসানসোলে ফের শ্যুটআউট। ঠিকাদারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। জমি মাফিয়ার দিকে আঙুল।
বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ। মৃতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৫০। দুর্ঘটনার প্রভাব রেল চলাচলে। আটকে অন্তত এক ডজন ট্রেন।
বালেশ্বর থেকে বক্সার, পরপর ট্রেন দুর্ঘটনা। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বারবার একই ঘটনা, কবে ঘুম ভাঙবে রেলের, প্রশ্ন মমতার।
কেরলের কোচিতে ধর্মীয় সভায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩, আহত ৫২। দায় নিয়ে ডমিনিক মার্টিন নামে এক ব্যক্তির আত্মসমর্পণ। ইউএপিএ ধারায় গ্রেফতার।
কেরল সিরিয়াল ব্লাস্টে দুবাই-কানেকশন! কয়েকমাস আগেই দুবাই থেকে কেরলে আসেন আত্মসমর্পণ করা ডমিনিক। খতিয়ে দেখা হচ্ছে তাঁর মোবাইল ফোন। নজরে ৭০টি সিসি ক্যামেরার ফুটেজ।
আমডাঙাতেও বাকিবুরের সম্পত্তি। দিঘাতেও জ্যোতিপ্রিয়র ৩টি বেনামি হোটেল, দাবি শুভেন্দুর।
এবার জ্যোতিপ্রিয়র দাদার বিরুদ্ধে বিস্ফোরক শুভেনদু। বাংলায় সাংবিধানিক সঙ্কট তৈরি হলে হস্তক্ষেপ করবে কেন্দ্র, মন্তব্য সুকান্তর, পাল্টা তৃণমূল।






















