এক্সপ্লোর
ডেইলি শিরোনাম
covid-19, Black Fungus & COVID-19
ডেইলি শিরোনাম : Daily Shironam : 23.05.21: ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম তৈরি করছে কলকাতা পুরসভা
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ পডকাস্ট।
ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম তৈরি করছে কলকাতা পুরসভা। এদিন পুরসভার তরফে শহরের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন তারক সিংহ। এছাড়াও কলকাতার বিভিন্ন ওয়ার্ডে থাকবে সিইএসসি-র ছোট ছোট দল। এর ফলে কোন বড় ক্ষয়ক্ষতি হলে দ্রুত মেরামত করা যাবে। এছাড়াও জেলা ভিত্তিক দল তৈরি করছে বিদ্যুৎ দফতর।
অন্য়দিকে নারদ মামলায় চার হেভিওয়েটের জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে সোমবার হাইকোর্টে শুনানি হবে। কাল সকাল ১১টায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে হবে মেগা শুনানি। তার আগে ঘুঁটি সাজাচ্ছে সব পক্ষ। শুনে নিন আরও খবর।
আরও দেখুন
Advertisement






















