Daily Shironam : ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ মমতার, বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল, সঙ্গে আরও খবর: ABP Live Podcast 10 September
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ পডকাস্ট।
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ মমতার। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমার সময় সঙ্গে ছিলেন প্রযোজক নিসপাল রানে, ফিরহাদের স্ত্রী, মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর।
ভবানীপুর উপনির্বাচনে মমতার মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামে পুজো তৃণমূলের। রেয়াপাড়া শিবমন্দিরে পূজার্চনা, মহাদেব বাগ শিবমন্দিরে পুজো।
ভবানীপুরে ত্রিমুখী লড়াই। মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী আইনজীবী শ্রীজীব। মহিলার বিরুদ্ধে মহিলা প্রার্থী। প্রতিক্রিয়া দিলীপের। মানুষের হয়ে কী কাজ ? পাল্টা ফিরহাদ।
জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।






















