Daily Shironam । ডেলি শিরোনাম ১২.০৯.২০২২ Morning Bulletin | এশিয়া কাপে সেরার সেরা শ্রীলঙ্কা।
Episode Description
১)এশিয়া কাপে সেরার সেরা শ্রীলঙ্কা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাবরদের স্বপ্ন গুঁড়িয়ে ষষ্ঠ বারের মতো এশিয়া কাপ এর শিরোপা শ্রীলঙ্কার দখলে।
২)ক্রমাগত ছড়াচ্ছে ডেঙ্গির প্রকোপ। রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা ডেঙ্গির। উদ্বেগ তৈরি হয়েছে মূলত কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিঙে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাজ্যে আরও ৫৪৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
৩)ঘেরাও করা হবে বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি। বিস্ফোরক অভিষেক। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও গ্র্যাচুইটির সমস্যা না মিটলে বিজেপি সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি অভিষেকের বন্দোপাধ্যায়ের।
৪)সুরাটের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত ৪, আহত ২০। সুরাটের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুনে পুরে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু ঘটেছে । ঘটনায় আহত ২০ জন।
৫)ইস্তফা প্রভাবশালী কংগ্রেস নেতা কামরুল ইসলাম চৌধুরীর। সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়লেন এই প্রভাবশালী সংখ্যালঘু নেতা। তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
৬)প্রধানমন্ত্রীর প্রাপ্ত ১২০০ উপহার তোলা হবে নিলামে। আয় যাবে নমামি গঙ্গা প্রকল্পে। প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্ত উপহার বিক্রি করে টাকা তোলার মহৎ উদ্যোগ নরেন্দ্র মোদীর। রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ কিংবা কোনও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে যে উপহার দেওয়া হয়েছে, সেগুলির চলবে নিলাম । এর থেকে যে আয় হবে তা প্রেরণ করা হবে নমামি গঙ্গা প্রকল্পে ।নিলাম শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে।






















