ডেইলি শিরোনাম । Daily Shironam । করোনা সংক্রমণ এড়াতে কাল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ, সঙ্গে অন্য খবর
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
করোনা সংক্রমণ এড়াতে কাল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ। কাল থেকে বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড বা উচ্চ শিক্ষা দফতর।
কাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। ছাড় দূরপাল্লায়। মেট্রোয় সময়সীমা না বাঁধলেও থাকবে ৫০ শতাংশ যাত্রী। কাল থেকে বন্ধ মেট্রোর টোকেন। ছাড় বাস, অটোয়।
শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। সভাগৃহে ৫০ শতাংশের বেশি উপস্থিতি নয়।
কাল থেকে বন্ধ সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র। রাত ১০ থেকে ৫টা পর্যন্ত বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা। ছাড় জরুরি পরিষেবায়।
সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। সব ধরনের সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি থাকবে সর্বোচ্চ ৫০ জন, মৃতদেহ নিয়ে যেতে সর্বোচ্চ ২০ জন।
পাঁচের বেশি করোনা আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন। চিহ্নিত কলকাতার ১১টি জায়গা। ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা। মুম্বই-দিল্লি থেকে রাজ্যে সপ্তাহে দুটি উড়ান।
রাজ্যে বিধিনিষেধ জারি হলেও কাল থেকেই চালু হচ্ছে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। কোউইন অ্যাপে দেশজুড়ে নথিভুক্ত সোয়া তিন লক্ষের নাম। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।
লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ২২ জানুয়ারি পুরভোট নিয়ে প্রশ্ন বিরোধীদের। সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন, জানালেন মুখ্যসচিব। (বাইটঃ)
১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার প্রকল্প। বলছেন করোনা, আসলে টাকা নেই, কটাক্ষ দিলীপের। মানুষকে ভুল বোঝাচ্ছেন, পাল্টা সৌগত।
দেশে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ২৭ হাজারের বেশি। ওমিক্রন আক্রান্তর সংখ্যা ছাড়াল দেড় হাজার।
ন্যাশনাল মেডিক্যালে অধ্যক্ষ সহ ৭০ জন চিকিৎসক করোনা আক্রান্ত। হাজরার চিত্তরঞ্জন সেবাসদনে সংক্রমিত ২৩ জন চিকিৎসক। কলকাতার ৫ বড় বেসরকারি হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ।
নবান্নর জন্যই বেড়েছে করোনা সংক্রমণ। বিপর্যয়, বেহাল জনস্বাস্থ্যে এগিয়ে বাংলা, খোঁচা শুভেন্দুর। যুক্তিহীন কথা বলছেন, পাল্টা ফিরহাদ।
করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক অক্সিজেনের মাত্রা। রক্ত পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক।
বছরের শুরুতেই ত্রিপুরা সফরে অভিষেক। মন্দিরে পুজো দিয়েই বিপ্লব দেব সরকারকে তোপ। (হার্মাদ-উন্মাদের সরকার ত্রিপুরায়)
ত্রিপুরায় মন্দিরে অভিষেক, বাইরে বাজল ডিজে। (বাইট-আমাকে জব্দ করতে গিয়ে ভগবানকেও ছাড়ছে না)
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।





















