Daily Shironaam: অভিষেকের মা-বাবাকে চলতি সপ্তাহে, স্ত্রীকে ১১ অক্টোবর সিজিও-তে হাজিরার নির্দেশ ইডির | ABP Ananda LIVE
Episode Description
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
দিল্লি ছাড়ার আগেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আগামী সপ্তাহে রুজিরাকেও তলব।
অভিষেকের মা-বাবাকে চলতি সপ্তাহে, স্ত্রীকে ১১ অক্টোবর সিজিও-তে হাজিরার নির্দেশ ইডির। অভিষেক ফোবিয়ায় বিজেপি, কটাক্ষ তৃণমূলের। এবার পদক্ষেপ হোক, পাল্টা বিজেপি।
দিল্লির আঁচ বাংলায়। কৃষি ভবনে অভিষেক-সহ তৃণমূল সাংসদদের হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের। দুর্গাপুরে রেল অবরোধ। ঘাটাল, গঙ্গাজলঘাটিতে পথ অবরোধ।
সাতসকালে আপ সাংসদ সঞ্জয় সিংহর বাড়িতে ইডি। আবগারি দুর্নীতি মামলায় চলছে তল্লাশি। চার্জশিটে ৩ জায়গায় নাম আপ সাংসদের, দাবি এজেন্সি সূত্রের।
বিজেপির মাটি সংগ্রহ কর্মসূচি ঘিরে আসানসোলে তীব্র উত্তেজনা। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের। ভাঙল বিজেপি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গ্রেফতার অগ্নিমিত্রা।
জেলা কমিটি গঠন ঘিরে ফের বিজেপিতে 'বিদ্রোহ'। অসীম সরকারের পর অনুপম হাজরা। দলীয় নেতৃত্বকে 'বিভীষণ' বলে আক্রমণ করে ফেসবুক পোস্ট। প্রতিক্রিয়ায় নারাজ সুকান্ত।
সিকিমে ভয়াবহ বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টিতে ভাঙল নর্থ সিকিমের চুংথাম লেক। ভাসল রাস্তা-বাড়ি-গাড়ি, সেনা ক্যাম্প। নিখোঁজ ২৩ জওয়ান। বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক।
সিকিমে আটকে বাংলার ২ হাজার পর্যটক। ভয় ধরাচ্ছে তিস্তা। মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। একাধিক দফতরের ছুটি বাতিল।
পুজোর মুখে বঙ্গে দুর্যোগের ভ্রুকুটি। অভিমুখ বদলে ঝাড়খণ্ড হয়ে বাংলায় ফিরছে নিম্নচাপ। ভারী বৃষ্টি রাজ্যে। ডিভিসি জল ছাড়ায় ৩ জেলায় প্লাবন আশঙ্কা। কলকাতাতেও জল জমে বিপত্তি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















