Daily Shironaam: 'উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি', দাবি শুভেন্দুর
পর্ব সম্পর্কিত
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক শুভেন্দু।'উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি।তৃণমূল আমার কোনও পদ কাড়েনি, সব ছেড়ে এসেছি।মন্ত্রিত্ব, চেয়ারম্যানশিপ সব ছিল, ছেড়ে এসেছি।'দাবি শুভেন্দু অধিকারীর।
'কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝগড়া করবেন না।ওরা যদি খেতে চায় বাতাসা-জল দেবেন।' এবার মদনের মুখে অনুব্রতর গুড়-বাতাসা তত্ত্ব।
ভোট-হিংসা থেকে রেহাই নেই সকুল পড়ুয়ারও! দেগঙ্গায় বাবার সামনেই একাদশ শ্রেণির ছাত্রকে বোমা মেরে খুন। গ্রেফতার ৫। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, আগুন।
ভোটের দুদিন আগেও রণক্ষেত্র মুর্শিদাবাদ। সুতিতে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। বাঁশ-লাঠি দিয়ে হামলা, মাথা ফাটল তৃণমূল কর্মীর।
রানাঘাটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হওয়ায় বাড়িতে হামলা, অভিযোগ অস্বীকার শাসকের। মানিকচকে তৃণমূল-নির্দল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ।
দুদিন পরেই পঞ্চায়েত ভোট। অশান্তি অব্যাহত কোচবিহারে। দিনহাটায় আক্রান্ত সিপিএম। প্রার্থী-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, বোমাবাজি-গুলি। শীতলকুচিতে আক্রান্ত নির্দল।
তৃণমূল-যুব তৃণমূলের লড়াইয়ে ফের অশান্ত বাসন্তীর কাঁঠালবেড়িয়া। বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। অস্বীকার পুলিশের।
বাংলায় ধ্বংস গণতন্ত্র। ভোটে নিরপেক্ষ হয়ে কাজ করুন। কাঁথিতে ভিন রাজ্যের বাহিনীকে সামনে পেয়ে আবেদন শুভেনদুর।
ভোট-ময়দানে আনিসের দাদা। সিপিএম প্রার্থী হওয়ায় গোটা পরিবারকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ-কমিশনে চিঠি। অস্বীকার শাসক দলের।
এক দফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পর্যাপ্ত বাহিনী পাচ্ছে কমিশন, দফা বাড়ানোর আবেদন গুরুত্বহীন, অধীরের আর্জি খারিজ করে জানাল হাইকোর্ট।
যাব বলেও ইডির ডাক এড়িয়ে গলসিতে ভোটপ্রচারে সায়নী। পাঠালেন নথি। যাবেন ভোট মিটলে, জানালেন যুব তৃণমূলের সভানেত্রী।
কপ্টার থেকে নামতে গিয়ে চোট। কাল এসএসকেএমে ভর্তি হবেন মুখ্যমন্ত্রী। হাঁটুতে জমেছে ফ্লুইড, করা হতে পারে মাইক্রো সার্জারি। চলছে ফিজিওথেরাপি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।