Daily Shironaam : ফের রক্তারক্তি যাদবপুরে, ছাত্রমৃত্যুর প্রতিবাদে সভার পর যাওয়ার সময় শুভেন্দুকে কালো পতাকা,বিজেপি-আরএসএফ সংঘর্ষ
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
ফের রক্তারক্তি যাদবপুরে। ছাত্রমৃত্যুর প্রতিবাদে সভার পর যাওয়ার সময় শুভেন্দুকে কালো পতাকা,বিজেপি-আরএসএফ সংঘর্ষ।
র্যাগিংয়ে ছাত্রমৃত্যুর প্রতিবাদে যাদবপুরে বিক্ষোভ। বাম ছাত্র সংগঠনের মিছিলে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড।
আন্দোলনের নামে বিশৃঙ্খলা করবেন না, আবেদন মৃত পড়ুয়ার বাবার।
ছাত্রমৃত্যুর ৭ দিন পরেও ভাঙল না ঘুম! এখনও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্তহীনতায় যাদবপুর কর্তৃপক্ষ! রাতে শুধুমাত্র ১১ঘণ্টা প্রবেশে কড়াকড়ি! বাকি ১৩ঘণ্টা ঢিলেঢালা? উঠছে প্রশ্ন।
কার স্বার্থ,কীসের ভয়ে ইউজিসি-র গাইডলাইন মানতে এত দ্বিধা? সিসি ক্যামেরা বসানোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর
তেরো বছর আগেই যাদবপুরে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত কার্যকর। এখন কেন নেই? প্রশ্ন প্রাক্তন উপাচার্য প্রদীপ নারায়ণ ঘোষের। ক্যাম্পাসে বিধিনিষেধের ফর্মুলা নিয়েও প্রশ্ন।
ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে অসন্তুষ্ট ইউজিসি। ১২ দফা প্রশ্ন-সহ কড়া ইমেল রেজিস্ট্রারকে। জবাবে সন্তুষ্ট না হলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট। তদন্তে ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন উচ্চ শিক্ষা দফতরের। ২ সপ্তাহে রিপোর্ট তলব।
ঘেরাওমুক্ত হতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সটুডেন্টসকে ফের লালবাজারে তলব। ৯ অগাস্ট রাতে ছাত্রের ফোন পেয়ে কী পদক্ষেপ? জানতে চায় পুলিশ।
ছাত্রমৃত্যুর রাতে কার নির্দেশে হস্টেলের গেট বন্ধ? সুপার ও নিরাপত্তারক্ষীর পরস্পর বিরোধী দাবি। অভিযোগকারী নিরাপত্তারক্ষীকে ডেকে পাঠাল পুলিশ।
যাদবপুর থেকে শিক্ষা। মেডিক্যাল কলেজে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত। প্রত্যেক বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা আলাদা হস্টেল। প্রাক্তনীদের হস্টেল ছাড়তে সময় মিলবে ১ সপ্তাহ।
দিনের পর দিন শরীর খুব খারাপ হচ্ছে, জেলে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া যায়? কোর্টে বললেন পার্থ। ওটা ঠিক করবে জেল কর্তৃপক্ষ, জানালেন বিচারক।
সুতির গোঠা হাইসকুলে নথি জালিয়াতি করে চাকরি, সিআইডির রিপোর্টে অসন্তোষ হাইকোর্টের। দুর্নীতির কার্যপদ্ধতি কী, বোঝা যাচ্ছে না ৬ নম্বর রিপোর্ট দেখেও, মন্তব্য বিচারপতির।
বেহালায় ফের দুর্ঘটনা। ঠাকুরপুকুরের কাছে রাস্তার ধারে পড়ে থাকা পাথরে ধাক্কা লেগে উল্টে গেল পুলকার। আহত কচিকাঁচারা।
পাথুরিয়াঘাটায় বিপজ্জনক বহুতল ভেঙে মৃত্যু মহিলার। আহত স্বামী। অল্পে রক্ষা নাবালক ছেলের। কী করছে পুরসভা? প্রশ্ন বিজেপির। আগেই বিপজ্জনক ঘোষণা, দাবি কাউন্সিলরের।
আজ মিশন মুনের গুরুত্বপূর্ণ ধাপ পেরোল চন্দ্রযান তিন। মহাকাশযান থেকে সাফল্যের সঙ্গে আলাদা হল বিক্রম ল্যান্ডার। পরের বুধবার নামবে চাঁদের মাটিতে, শুরু কাউন্টডাউন।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















