Daily Shironaam: জয়ী প্রার্থীদের ভাগ্য ঠিক করবে মামলার ভবিষ্যৎ, শুভেন্দু অধিকারীর মামলা নিয়ে পর্যবেক্ষণ আদালতের | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
কেন ব্যালট বাইরে? জাঙ্গিপাড়ার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব বিচারপতি অমৃতা সিন্হার। আনতে হবে গণনাকেন্দ্রের সব সিসিটিভি ফুটেজ।
জয়ী প্রার্থীদের ভাগ্য ঠিক করবে মামলার ভবিষ্যৎ, শুভেন্দু অধিকারীর মামলা নিয়ে পর্যবেক্ষণ আদালতের। রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়। কেন কেউ আদালতে নেই, প্রশ্ন প্রধান বিচারপতির।
ভোট সন্ত্রাসে মৃত্যু বেড়ে ৪৫। ভাঙড়ে ২ আইএসএফ কর্মীর মৃত্যু। গুলিবিদ্ধ হয়ে ভাঙড়েই যুবকের মৃত্যু। রায়দিঘিতে তৃণমূলকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। মালদায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।
ভাঙড়ে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ ২ আইএসএফ কর্মীর মৃত্যু। গুলিতে জখম বারুইপুর পুলিশ জেলার এএসপি। ভাঙড়-কাশীপুর থানায় ১৪৪ ধারা।
পুলিশের উর্দিতে এসে তৃণমূলের দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্যকর অভিযোগ
মৃতের পরিবারের। গুলি চালিয়েছে আইএসএফ, পাল্টা দাবি শাসক বিধায়ক সওকত মোল্লার।
ভাঙড় যেন যুদ্ধক্ষেত্র। মিলল গুলির খোল, পরপর উদ্ধার বোমা। এমন আগে দেখিনি, ভোটের ডিউটিতে ভাঙড়ে এসে ভোট হিংসা নিয়ে মন্তব্য পাঞ্জাব পুলিশের আধিকারিকের।
রায়গঞ্জে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিক্ষোভ ঘিরে তুলকালাম, অসুস্থ বিডিও। মালদার হবিবপুরে গণনা কেন্দ্রের সামনেই ধর্না বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
ভোট সন্ত্রাসের খতিয়ান নিতে রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
পঞ্চায়েত ভোট মিটতেই কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব ইডি-র। চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। আগে দু'বার ডাকলেও ভোটে ব্যস্ত জানিয়ে আসেননি আইন ও শ্রমমন্ত্রী।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।