Daily Shironaam : মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে রাহুল গাঁধীর স্বস্তি
Episode Description
মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে রাহুল গাঁধীর স্বস্তি। ২ বছরের কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের। ফিরছে সাংসদ পদও। সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি শুভেন্দুর। হাইকোর্টের এফআইআর দায়ের সংক্রান্ত নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে মামলার শুনানির নির্দেশ। রোজভ্যালি থেকে লাভবান লকেটও। নুসরত বিতর্কের মধ্যে বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্তের আবেদন তৃণমূল কাউন্সিলরের। প্রমাণ থাকলে তথ্যসহ অভিযোগ করুন, উত্তর লকেটের। গাড়ি আটকে টোল চাওয়ায় কর্মীকে গলা ধাক্কা! বিতর্কে সাংসদ সুনীল মণ্ডল। পালসিট টোল প্লাজার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। প্রতিশ্রুতি সত্ত্বেও কেন গোর্খাল্যান্ড নিয়ে লোকসভায় সরব নয় বিজেপি। অভিযোগ জানিয়ে এবার বিধানসভার বাইরে অবস্থানে বিজেপির কার্শিয়ঙের বিধায়ক। সাতসকালে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা। মাটিবোঝাই লরির ধাক্কায় বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়ার মৃত্যু। গুরুতর আহত হয়ে এসএসকেএমে ভর্তি বাবা। পুলিশের গাড়িতে আগুন। একের পর এক বাস ভাঙচুর। বেহালা যেন যুদ্ধক্ষেত্র।স্কুলের মধ্যে কাঁদানে গ্যাসের শেল। অসুস্থ পড়ুয়ারা। গন্ডগোলে জখম জয়েন্ট সিপি ট্রাফিক।বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। সি রিয়্যাকটিভ প্রোটিনের পরিমাণ, ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক। আজ তাঁর রাইলস টিউব খুলে মুখ দিয়ে নরম খাবার খাওয়ানোর চেষ্টা করা হবে।আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















